সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি: সিদ্ধিরগঞ্জের জালকুড়ি উত্তরপাড়া এলাকায় পূর্ব শত্রুতার জেড়ে প্রতিপক্ষের গাড়ী ভাংচুর। হত্যার হুমকি যে কোন সময় ঘটতে পারে দূর্ঘটনা। গত শুক্রবার রাত ১০’টায় এ ভাংচুরের ঘটনা ঘটে।
সিদ্ধিরগঞ্জ থানার এক অভিযোগ সূত্রে জানা যায়, জালকুড়ি এলাকার মৃত হরমুজ আলীর ছেলে রনি আহমেদকে স্ব-পরিবারে ক্ষতি করার অব্যাহত হুমকি দিচ্ছে। হুমকি দাতারা হলো একই এলাকার জামাল হোসেনের ছেলে জনি, জাহিদুল, মৃত আব্দুল কাদেরের ছেলে জামাল, মৃত বেগু মিয়ার ছেলে ওকিল উদ্দিন ও কুতুব উদ্দিনের ছেলে শাহিনগং। পৈত্রিক ওয়ারিশ থেকে বঞ্চিত করতে হুমকি দাতারা উঠে পরে লেগেছে। এরি অংশ হিসেবে গত শুক্রবার দিবাগত রাত ১০’টায় রনিকে প্রাণে মেরে ফেলার জন্য হামলাকারিদের একটি দল জালকুড়ি উত্তর পাড়া যায়। রনিকে না পেয়ে রনির ব্যবহৃত বাড়ীতে হামলা চালিয়ে ব্যাপক ক্ষতি সাধন করে।
উল্লেখ্য, গত ৯’অক্টোবর রনি আহমেদ সিদ্ধিরগঞ্জ থানায় উল্লেখিত হামলাকারিদের বিরুদ্ধে ৬৭৯০নং একটি অভিযোগ দায়ের করে। অভিযোগটি সিদ্ধিরগঞ্জ থানার সহকারী উপ-পরিদর্শক জয়নাল আবেদিন তদন্ত করছেন। বর্তমানে অভিযোগকারি রনি আহমেদ উক্ত হামলাকারি সন্ত্রাসীদের ভয়ে পালিয়ে বেরাচ্ছে। হামলাকারিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহন জরুরী।
সিদ্ধিরগঞ্জ থানার সহকারী উপ-পরির্দশক জয়নাল আবেদিন বলেন, একটি অভিযোগ পেয়েছি, অভিযোগটি তদন্তাধিন রয়েছে।