
মোঃ রফিকুল ইসলাম মৃধা : মানিকগঞ্জ প্রতিনিধি
মানিকগঞ্জের ঘিওর উপজেলার ৭ টি ইউনিয়নে বাংলাদেশ আওয়ামী লীগের ইউনিয়ন কমিটি গঠন সম্পন্ন হয়েছে। গত শুক্রবার (১৪ অক্টোবর) শেষ ধাপে ঘিওর সদর ইউনিয়ন ও সিংজুরী ইউনিয়নে ত্রি-বার্ষিক সম্মেলনের মধ্য দিয়ে, কমিটি গঠনের কাজ সম্পন্ন করা হয়। ইতোপূর্বে উপজেলার বিভিন্ন ইউনিয়নে ত্রি-বার্ষিক সম্মেলনের মধ্য দিয়ে ইউনিয়ন আওয়ামী লীগের অন্যান্য কমিটি গঠন করা হয়। প্রতিটি কমিটিতেই সভাপতি- সাধারণ সম্পাদক সহ ৫১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।
ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এ এম নাঈমুর রহমান দূর্জয় উপস্থিত ছিলেন।
এছাড়া, মানিকগঞ্জ জেলা আওয়ামীলীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ্যাড. গোলাম মহীউদ্দিন, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ ফটো, সহ-সভাপতি এ্যাড. শচীন্দ্রনাথ মিত্র, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এ্যাড. আব্দুস সালাম (পিপি), যুগ্ন-সাধারন সম্পাদক সুলতানুল আজম খান আপেল, সাংগঠনিক সম্পাদক তায়েবুর রহমান টিপু, ঘিওর উপজেলা আওয়ামীলীগ সভাপতি অধ্যক্ষ মোঃ হাবিবুর রহমান হাবিব, সাধারণ সম্পাদক আব্দুল আলীম মিন্টু সহ অসংখ্য নেতা-কর্মী অংশগ্রহণ করেন।
ঘিওর সদর ইউনিয়নে সভাপতি মোহাম্মদ উল্লাহ খান (মঞ্জু), সাধারণ সম্পাদক ফরহাদ বেপারী, পয়লা ইউনিয়নে সভাপতি ইঞ্জিনিয়র হারুন অর রশীদ, সাধারণ সম্পাদক মোঃ সামীউল প্রধান, সিংজুরী ইউনিয়নে সভাপতি আব্দুল আজিজ মাস্টার, সাধারণ সম্পাদক মোঃ শাহানুর আলম, বড়টিয়া ইউনিয়নে সভাপতি মোঃ আবু সাঈদ, সাধারণ সম্পাদক মোঃ রওশন আলম মোল্লা, বানিয়াজুরী ইউনিয়নে সাভাপতি মোঃ নুর আলম, সাধারণ সম্পাদক মুক্তারুজ্জামান বাবু, বালিয়াখোড়া ইউনিয়নে সভাপতি আব্দুল লতিফ, সাধারণ সম্পাদক মোঃ ফারক হোসেন ও নালী ইউনিয়নে সভাপতি মোঃ আব্দুল কুদ্দুস মধু, সাধারণ সম্পাদক মোঃ আসাদ খান।
আগামী ১৯ অক্টোবর ত্রি-বার্ষিক সম্মেলনের মধ্য দিয়ে ঘিওর উপজেলা আওয়ামী লীগের নতুন কমিটি গঠিত হবে বলে নেতা-কর্মীরা জানান।