মনির হোসেন, নবীনগর প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা সদর থেকে বাঞ্ছারামপুর ফেরিঘাট পর্যন্ত সড়কের শ্যামগ্রাম মোড় সোনালী বাড়ি এলাকায় অবস্থিত ব্রিজটির মাঝখানে ভেঙে গিয়ে গর্তের সৃষ্টি হয়েছে। এতে চরম ঝুঁকি নিয়ে চলাচল করছে যানবাহন৷ পশ্চিমাঞ্চল ও ঢাকা থেকে লোকজনের উপজেলা সদরের সাথে যোগাযোগের প্রধান সড়ক এটি৷ এ সড়কটি দিয়ে প্রতিদিন অটোরিকশা, সিএনজি, মাইক্রোবাস ও ট্রাকসহ সকল প্রকার যানবাহন ও পথচারীরা জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছে৷
রোববার সরেজমিনে দেখা যায়, ব্রিজটির দুই পাশের রেলিং ভেঙে গেছে এবং ব্রিজের মাঝখানে পলেস্তারা ও রড খসে পড়ে বড় গর্ত হওয়ায় বিভিন্ন সময়ে একাধিক যানবাহন এ স্থানে দুর্ঘটনায় শিকার হয়েছে৷ ইতোমধ্যে যান চলাচলের ব্যাপারে ব্রিজটিকে ঝুকিপূর্ণ আখ্যায়িত করে লাল নিশান ও সাইনবোর্ডে টাঙিয়েছে কর্তৃপক্ষ।
স্থানীয়দের অভিযোগ, ঝুঁকিপূর্ণ ঘোষণা করলেও নতুন ব্রিজ নির্মাণে কার্যকর উদ্যোগ নিচ্ছেনা কর্তৃপক্ষ।
স্থানীয় বাসিন্দা আলী আকবর জানান, ব্রিজটি প্রায় ৩০ বছর আগে নির্মাণ করা হয়েছে। দীর্ঘদিন যাবৎ ঝুঁকিপূর্ণ অবস্থায় পড়ে আছে৷ ব্রিজটি ভেঙে দ্রুত নতুন ব্রিজ নির্মাণ করা খুবই প্রয়োজন ৷
এ রুটে নিয়মিত চলাচলকারী চালক মহিউদ্দিন আহমেদ বলেন, রাতে ব্রিজ পার হওয়ার সময় যে শব্দ হয় তাতে মনে হয় গাড়ির চাকা থেকে টায়ার খুলে গেছে। যেকোনো মুহূর্তে ব্রিজটি ভেঙে ব্যাপক হতাহতের আশঙ্কা রয়েছে।
এ ব্যাপারে উপজেলা প্রকৌশলী ইশতিয়াক হাসান সাংবাদিকদের জানান, ব্রিজটি পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।