মনির হোসেন, নবীনগর প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার নবীনগর (পশ্চিম) ইউনিয়নের নদী ভাঙ্গন এলাকায় মিনহাজ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের অর্থায়নে ও দায়েমী ফাউন্ডেশনের পরিচালনায় ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।
দায়েমী ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবক কর্মীরা এ বিতরণ কার্যক্রম পরিচালনা করেন। এসময় ফাউন্ডেশনের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
মঙ্গলবার দুপুরে ১২৫ টি অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে শুকনো খাবারের সমন্বয়ে ১০ কেজি ওজনের প্রতিটি বাক্সে টোস্ট বিস্কুট, সেমাই, মুড়ি, চিড়া, চানাচুর, চিনি, সুজি, চাল, খাবার স্যালাইন বিতরণ করা হয়।
ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক আতায়ে দায়েম সৈয়দ মাহমুদ উল্লাহ বলেন, যুক্তরাজ্য ভিত্তিক দাতব্য সংস্থা মিনহাজ ওয়েলফেয়ার ফাউন্ডেশন দায়েমী ফাউন্ডেশনের মাধ্যমে প্রতিবছর রোহিঙ্গা শরণার্থীসহ ব্রাহ্মণবাড়িয়া ও চট্টগ্রাম জেলার বিভিন্ন এলাকায় নির্বাচিত দুঃস্থ গরিব ও অসহায় পরিবারদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করে আসছে। এ কার্যক্রম অব্যাহত থাকবে।