
শেষ সময়ের শেষ ভরসা
-নূরুল ইসলাম বিপিএম
নির্বাক দুপুরে ঘুঘুর ডাক-পড়ন্ত বিকেলের
অলস সময়ের মধুর স্মৃতিগুলো
মস্তিষ্কের সেলের ভাঁজে ভাঁজে জট পাকায়!
ভেতরে ভেতরে ঘুণপোকার সরোব আক্রমণ
নির্বিঘ্নে নিঃশব্দে চলমান!
বিস্ময় দৃষ্টিতে অপেক্ষায় অপেক্ষায় কাটে প্রহর!
অকস্মাৎ কলিং বেলের শব্দ!
ঝিমুনী কাঁপুনি দিয়ে জানালার ফাঁকে
উঁকি মেরে ব্যর্থ দৃষ্টি ফিরে নিয়ে বিছানায় ফিরে আসা!
শেষ ভরসার আশ্রয় খুঁজেছিলাম
তোমার মাঝেই-সে এক বৃথা বাসনা মাত্র!
কোথায় প্রেম-প্রীতি-ভালোবাসা!
ওসবে পচন ধরেছে,পচন ধরেছে আশা-ভরসায়!
দুঃসময়ে মুখ ফিরিয়ে নে’য়াটাই নির্মম বাস্তবতা!
মাঠ ঘাট চৌচির!
শ্রাবণের আকাশে মেঘ নেই,
খাল-বিলে পানি নেই!
কৃষকের হতাশায় কপালে হাত!
মাঠের ফসল পুড়ে ছারখার,
পাটের বেহাল দশা!
কোনো আশা নেই ভরসা নেই!
আছে চরম হতাশা!
আছে জীর্ণ-শীর্ণ কৃশকায় শরীরের
পরতে পরতে মেরুদণ্ডের ব্যবচ্ছেদকারী
মেরুদণ্ডহীন ঘুণপোকা,
শেষ সময়ের শেষ ভরসা!