ডেস্ক রিপোর্ট: পারস্য উপসাগরের বুক থেকে হলুদ ঢেউ এসে যেনো আজ পড়ছিল দোহায়। শহরের রাস্তা, সব জায়গায় শুধু হলুদের সমারোহ। অনেকটা বাংলাদেশের সরিষা ক্ষেতের মতো। চারদিক থেকে ধেয়ে আসা হলুদের সেই স্রোত গিয়ে মিলল স্টেডিয়াম ৯৭৪-এর মোহনায়। আসলে সুইজারল্যান্ডের বিপক্ষে ম্যাচ শুরুর আগে যেনো দোহা দখল করে নিয়েছিল বিখ্যাত হলুদ জার্সির ব্রাজিলের সমর্থকেরা।
আর সুইসদের বিপক্ষে লড়াইয়ে স্টেডিয়াম ৯৭৪-এর সবুজ গালিচার দখল নিয়ে কাসেমিরোর গোলে ব্রাজিল ম্যাচটি জিতেছে ১-০ গোলে। ইউরোপের শক্তিশালী দল সুইজারল্যান্ডকে ১-০ গোলে হারিয়ে ‘জি’ গ্রুপ থেকে দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করে নিয়েছে ৫ বারের বিশ্বচ্যাম্পিয়নরা। এই জয়ে ফ্রান্সের পর দ্বিতীয় দল হিসেবে শেষ ষোলোতে উঠে গেছে ব্রাজিল।
দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করতে সুইজারল্যান্ডের বিপক্ষে জয় দরকার ছিল ব্রাজিলের। নেইমারবিহীন ব্রাজিল সেটা করে দেখাল ঠিকঠাকভাবেই। আর তাতে এক ম্যাচ হাতে রেখেই নক আউট পর্বের টিকিট কাটল সেলেসাওরা।
সোমবার বাংলাদেশ সময় রাত ১০টায় কাতারের ৯৭৪ স্টেডিয়ামে ম্যাচটি শুরু হয়।