মোঃ রফিকুল ইসলাম মৃধা, মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জের ঘিওরে বিএনপি ও এর অঙ্গসংগঠনের অর্ধশত নেতা-কর্মীর নামে একটি নাশকতা মামলা দায়ের করা হয়েছে। উপজেলা বিএনপি’র শীর্ষস্থানীয় ২৯ নেতাকর্মীর নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরো ৩০-৩৫ জনের বিরুদ্ধে এ মামলা করা হয়। পুলিশ অভিযান চালিয়ে ৩ জনকে আটক করে বুধবার বিকেলে মানিকগঞ্জ কোর্টে প্রেরণ করেছে।
আটককৃতরা হলেন, সিংজুরী ইউনিয়ন বিএনপি’র সভাপতি আব্দুল কাদের, উপজেলা যুবদল নেতা ছোট বৈন্যা গ্রামের মোঃ রমজান আলী, বড় ধুলন্ডী গ্রামের মোঃ আবু বক্কর সিদ্দিক রুবেল।
মামলার বাদী উপজেলা শ্রমিকলীগের সভাপতি মোঃ ছানোয়ার হোসেন ও উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রওশন ইয়াজদানী সুমন জানান, শিবালয় উপজেলা আওয়ামী লীগের ত্রি- বার্ষিক সম্মেলনের প্রচার কার্যক্রম শেষে ঘিওর ফেরার পথে শিবপুর এলাকায় আসামীরা তাদের উপর হামলা করে। পরে এলাকার লোকজন এগিয়ে আসলে আসামীরা পালিয়ে যায়।
এ মামলায় উপজেলা বিএনপি’র সভাপতি মীর মানিকুজ্জামান, সাধারণ সম্পাদক ওয়াজেদ আলী মিস্টার, বিএনপি নেতা আব্দুস সুবহান হক, আইনজীবি আব্দুল আলিম খান মনোয়ার, উপজেলা বিএনপি’র যুগ্ন-সাধারণ সম্পাদক জানে আলম, মীর শরিফুল ইসলাম টিপু, সাংগঠনিক সম্পাদক আল মামুন ভুইয়া, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক তানভীর আহমেদ সবুজ, যুগ্ন-আহ্বায়ক মোঃ মেহেদী হাসান সানি, উপজেলা যুবদলের আহ্বায়ক মোঃ মাসুদুর রহমান, বানিয়াজুরী ইউপি চেয়ারম্যান এস আর আনসারী বিল্টু’সহ ২৯ নেতাকর্মীর নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া অজ্ঞাতনামা আরো ৩০-৩৫ জনকে আসামী করা হয়।
ঘিওর থানার ওসি মোঃ আমিনুর রহমান জানান, আইন- শৃঙ্খলা পরিস্থিতি বিঘ্নের অভিযোগে ৩/৬/১৯০৮ সালের বিস্ফোরক দ্রব্য আইন, তৎসহ ১৪৩/৩২৩/৪২৭ পেনাল কোড- ১৮৬০ পিসি ধারায় মামলা হয়েছে। মামলা নং- ০৯/৩০/১১/২০২২। ৩ জন আসামী আটক করা হয়েছে। বাকি আসামীদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
এ প্রসঙ্গে মানিকগঞ্জ জেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক নুরতাজ আলম বাহার দাবী করেন, আগামী ১০ ডিসেম্বর ঢাকায় বিএনপি’র গণসমাবেশে জনস্রোত ঠেকাতে সরকার বিএনপি’র নেতা-কর্মীদের বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট মামলা দিতে শুরু করেছে। বিএনপি’র নেতা-কর্মীদের গ্রেফতারের ঘটনায় তিনি তীব্র নিন্দা জানান।
এদিকে নাশকতার মামলায় গ্রেফতার এড়াতে নেতাকর্মীদের অনেকেই গা ঢাকা দিয়েছেন।