ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক আবুল কালাম আজাদ গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন।
আজ বিকেলে ঢাকাস্থ মুন্সিগঞ্জ-বিক্রমপুর সাংবাদিক ফোরামের সদস্যদের নিয়ে টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধের বেদীতে ফুল দিয়ে তাঁর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান তিনি।
এরআগে বাসস প্রধান সম্পাদক আবুল কালাম আজাদ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে ফাতেহা পাঠ ও বঙ্গবন্ধুসহ ৭৫’র ১৫ আগস্টের শহীদদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করেন।
এ সময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন বিএফইউজের সাবেক সভাপতি ও সিনিয়র সাংবাদিক মঞ্জুরুল আহসান বুলবুল, ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি ওমর ফারুক ও জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও যুগান্তর সম্পাদক সাইফুল আলম, ঢাকাস্থ মুন্সিগঞ্জ-বিক্রমপুর সাংবাদিক ফোরামের সভাপতি আরিফ সোহেল, সাধারণ সম্পাদক শাহাদত রানা, সহসভাপতি রাশেদ আহমেদ, উপদেষ্টা নূর এ জান্নাত আক্তার সীমাসহ অন্যান্য সাংবাদিক নেতৃবৃন্দ।
শ্রদ্ধা নিবেদনের পর বাংলাদেশ সংবাদ সংস্থার ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক আবুল কালাম আজাদ সাংবাদিকদের সাথে নিয়ে বঙ্গবন্ধুর সমাধিসৌধ ঘুরে দেখেন।
এরআগে তারা নিজস্ব অর্থায়নে নির্মিত স্বপ্নের পদ্মা সেতু পরিদর্শন করেন।