জামালপুর মেলান্দহ প্রতিবেদক: জামালপুরের মেলান্দহ উপজেলার ঘোষেরপাড়ায় কে.জি.এস মহর সোবহান মফিজ উদ্দিন উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি ,ঘোষেরপাড়া ইউনিয়নের আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ,শিক্ষানুরাগী ও বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব আঃ হাকিম আকন্দ (জামালী)’র ১ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া, আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৮ মে) সকালে কে.জি.এস মহর সোবহান মফিজ উদ্দিন উচ্চ বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
এসময় তার জীবন ও কর্ম নিয়ে বক্তব্য রাখেন, মাদারগঞ্জ পলিশা উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক নজরুল ইসলাম বিএসসি, সরকারি শেখ কামাল কলেজের অধ্যক্ষ মোঃ শফিকুল ইসলাম, কে.জি.এস উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কথা সাহিত্যিক এস.এম জুলফিকার আলী লেবু, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সরোয়ার আলম প্রমুখ।
এসময় এস.এম শিখা মোখলেছুর রহমান উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ হাফিজুর রহমান, আলহাজ্ব আঃ হাকিম আকন্দ জামালী’র দুই পুত্র আতিক জামালী ও সুজন জামালীসহ আরও বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ ও অন্যান্য শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে আলহাজ্ব আঃ হাকিম আকন্দ জামালী’র জন্য দোয়া করা হয়