
মোঃ বিল্লাল হোসেন গাজীপুর মহানগর প্রতিবেদক:
গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শহীদ আহসান উল্লাহ মাস্টারএর ১৮তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে স্মৃতিচারণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।
গাজীপুর মহানগর, শহীদ আহসান উল্লাহ মাস্টার এম,পির ১৮তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে, সোমবার বেলা তিনটায় গাজীপুর সিটি কর্পোরেশন আয়োজিত অনুষ্ঠানটি বঙ্গতাজ অডিটোরিয়ামে শহীদ আহসান উল্লাহ মাস্টার স্মৃতিচারণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে,
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আলহাজ্ব মোঃ জাহিদ আহসান রাসেল এমপি
অনুষ্ঠানটিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজিপুর সিটি করপরেশন ভারপ্রাপ্ত মেয়র মোঃ আসাদুর রহমান কিরণ, মোঃ ইলিয়াছ আহমেদ সাংগঠনিক সম্পাদক ,মহানগর আওয়ামী লীগ।
এসময় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশন সদস্য ও ৪৬ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ নুরুল ইসলাম নুরু, ৫৬ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ আবুল হোসেন, ৩৭ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ দুলাল হোসেন, মোঃ শাহজাহান হোসেন সাজু ২৯নং ওয়ার্ড কাউন্সিলর , মোঃ নাসির উদ্দিন মোল্লা ৫৪ নং ওয়ার্ড কাউন্সিলর,এ ছাড়াও মহানগর ছাত্রলীগ সভাপতি মোঃ মশিউর রহমান সরকার বাবু, সাধারণ সম্পাদক মোঃ মোস্তাক আহমেদ কাজল, সহ মহানগর আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতা ও কর্মী বৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল তার বক্তব্যে বলেন আহসান উল্লাহ মাস্টার শ্রমিক বান্ধব নেতা ছিলেন মেহনতী মানুষের জন্য আজীবন কাজ করেছেন, তিনি মাদক সন্ত্রাস ও চাঁদাবাজদের বিরুদ্ধে লড়াই করেছেন এটাই তার কাল হয়েছে। তিনি তার বাবার খুনিদের ফাঁসির রায় দ্রুত কার্যকর করার দাবি জানান