কে,এম,আতিয়ারুল আশুলিয়া থেকে: আশুলিয়ার ঘোষবাগ গ্রামীণ কনভেনশন সেন্টারে থানা আওয়ামী লীগের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
২২ রমজান রোবিবার (২৪ এপ্রিল) সন্ধ্যায় আশুলিয়া থানা আওয়ামী লীগ আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলটি নবগঠিত থানা আওয়ামী লীগ সভাপতি ফারুক হাসান তুহিনের সভাপতিত্বে ও আশুলিয়া থানা আওয়ামীলীগ যুগ্ম-সাধারণ সম্পাদক ও সাভার উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শাহাদাৎ হোসেন খাঁনের সঞ্চালনায় অনারম্বর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলটিতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য ও দোয়া পরিচালনা করেন গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ত্রাণ ও দুর্যোাগ ব্যাবস্থাপনা প্রতিমন্ত্রী আলহাজ্ব ডাঃ এনামুর রহমান এমপি।
এসময় বিশেষ অতিথি হিসাবে দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন সাভার উপজেলা আওয়ামীগ সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজিব, যুগ্ন-সাধারন সম্পাদক দেওয়ান মোঃ মেহেদী মাসুদ মঞ্জু।
অতিথি হিসাবে আরো উপস্থিত ছিলেন নবগঠিত আশুলিয়া থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ধামসোনা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মুহাম্মদ সাইফুল ইসলাম, সাভার উপজেলা আওয়ামী লীগ সহ সভাপতি ও ইয়ারপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সৈয়দ আহাম্মেদ ভূঁইয়া,পাথালিয়া ইউনিয়ন চেয়ারম্যান পারভেজ দেওয়ান আশুলিয়া থানা আওয়ামী যুবলীগ আহ্বায়ক কবির হোসেন সরকার,যুগ্ম আহ্বায়ক মঈনুল ইসলাম ভূঁইয়া, থানা যুবলীগ প্রতিষ্ঠাকালিন সাংগঠনিক সম্পাদক সুমন আহমেদ ভুইয়া,বাংলাদেশ জাতীয় শ্রমিকলীগ আশুলিয়া আঞ্চলিক কমিটি যুগ্ন-আহ্বায়ক সানাউল্লাহ ভুইয়া সানি ।
এছাড়াও ইয়ারপুর ইউনিয়ন আঃলীগ সভাপতি মুজিবুর রহমান শাহেদ,সাধারণ সম্পাদক মোশারফ হোসেন মুসা, আশুলিয়া ইউনিয়ন আঃলীগ সাধারন সম্পাদক আমজাদ সবকার ধামসোনা ইউনিয়ন আঃলীগ সভাপতি আব্দুল লতিফ মন্ডল, সাধারণ সম্পাদক মতিউর রহমান মতি সহ আরো অনেকে