ভাঙ্গা(ফরিদপুর)প্রতিনিধি: ফরিদপুরের ভাঙ্গায় পছন্দের পোশাক কিনে না দেওয়ায় অভিমানে পুর্নিমা আক্তার(১৩)নামে এক স্কুল শিক্ষার্থী আত্মহত্যা করেছে।
উপজেলার নাছিরাবাদ ইউনিয়নের বড়পাল্লা গ্রামের সুরুজ খন্দকারের মেয়ে এবং আবদুলাবাদ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী বলে জানা গেছে।পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে,ওই শিক্ষার্থীকে তার পিতা-মাতার সাথে পার্শবর্তী সদরপুর মার্কেটে নিয়ে ঈদের পছন্দের পোশাক কিনে দেওয়ার জন্য বায়না ধরে।
শুক্রবার বিকেলে অভিভাবকরা তাকে সাথে না নিয়ে মার্কেটে কেনাকাটা করতে যায়। এতে রাগ ও অভিমানে সে ঘরের আড়ার সাথে গলায় ওড়না দিয়ে আত্মহত্যা করে। রাতে তার পিতা- মাতা বাড়ি ফিরে এসে ঘরের দরজা বন্ধ দেখে তাকে ডাকা ডাকি করতে থাকে।
এ সময় ভিতর থেকে কোন সাড়া শব্দ না পাওয়ায় স্থানীয়দের সহায়তায় ঘরের দরজা ভেঙ্গে ঘরের আড়ার সাথে তাকে গলায় ফাঁস দিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। মর্মান্তিক এ ঘটনায় তার পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।