এ এইচ অনিক বিশেষ প্রতিনিধি:
আজ সকাল ১১টায় আলফাডাঙ্গা উপজেলা পরিষদ মিলনায়তনে মাসিক আইন শৃংখলা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ রফিকুল হক। আলচনার বিষয় ছিলো উপজেলার সার্বিক আইন শৃংখলা সংক্রান্ত, যেমন এলাকার বিভিন্ন রাস্তার উপর ইট,খোয়া,বালু,কাঠ,বাঁশ ইত্যাদি রাখার কারনে প্রয়শ দুর্ঘটনা ঘটা।তামাক ও মাদকদ্রব্য সংক্রান্ত বিষয়ে আলচনা,ইভটিজিং প্রতিরোধ,চুুরি ডাকাতি রোধে গুরুত্বপূর্ণ স্থানে সিসি ক্যামেরা স্থাপন সংক্রান্ত: ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ বাস্তবায়ন: বাল্য বিবাহ ও যৌতুক প্রথা রোধ সংক্রান্ত আলচনা: হাসপাতাল ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের ব্যাবস্থাপনা সংক্রান্ত : বিনোদন / ধর্মীয় অনুষ্ঠানে অনুমতি সংক্রান্ত : বেসরকারি ব্যাক্তিমালিকানাধীন জমিতে পুকুর খনন সংক্রান্ত আলোচনা করা হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ দেলোয়ার হোসেন, আলফাডাঙ্গা থানার অফিসার ইনচার্জ মোহাম্মাদ আবু তাহের, ইউ পি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মিয়া আসাদুজ্জামান আসাদ, ইউ পি চেয়ারম্যান মোঃ সাইফুল খান, ইউ পি চেয়ারম্যান সোহরাব হোসেন, ইউ পি চেয়ারম্যান এস এম মিজানুর রহমান, ইউ পি চেয়ারম্যান আব্দুল ওহাব পান্নু, ইউ পি চেয়ারম্যান হারুন আর রশিদ, আলফাডাঙ্গা সরকারি কলেজের অধ্যক্ষ শাহ জাহাঙ্গীর আলম, উপজেলা প্রেসক্লাবের সভাপতি সেকেন্দার আলম শেখ, সাধারণ সম্পাদক আলমগীর কবির সহ বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা কর্মচারী বৃন্দ।