শাহজাহান সিরাজ গাইবান্ধা:
শিল্প কারখানার দূষণ নিয়ন্ত্রণ, উন্নত প্রযুক্তির ইটভাটা স্থাপন ও ইটের বিকল্প ব্লক ব্যবহারে উদ্যোক্তাদের উদ্বুদ্ধকরণে পরিবেশ অধিদপ্তর রংপুর বিভাগের আয়োজনে ও গাইবান্ধা জেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় একমত বিনিময়ে সভা অনুষ্ঠিত হয়েছে।
গাইবান্ধা জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে ১৫ই নভেম্বর বেলা ১২টায় অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধার জেলা প্রশাসক মোঃ অলিউর রহমান।
বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ জাহিদ হাসান সিদ্দিকীর সভাপতিত্বে এই সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ইবনে মিজান, পরিবেশ অধিদপ্তর রংপুর বিভাগের পরিচালক সৈয়দ ফরহাদ হোসেন।
এ মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন গাইবান্ধা সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ শরিফুল আলম সহ সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি এবং বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ।