মোঃ রফিকুল ইসলাম মৃধা, মানিকগঞ্জ প্রতিনিধি :
মানিকগঞ্জের সাটুরিয়ায় ডিস ক্যাবল ও নেট ব্যবসাকে কেন্দ্র করে জাহাঙ্গীর আলম (৩০) নামের এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ২ জনকে আটক করেছে পুলিশ।
গত রোববার (৬ নভেম্বর) দিবাগত মধ্যরাতে উপজেলার গোলড়া গ্রামে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
নিহত জাহাঙ্গীর আলম মানিকগঞ্জ সদর উপজেলার জাগীর ইউনিয়নের মেঘশিমুল গ্রামের মৃত মশলিশ খানের ছেলে।
আটককৃত আসামীরা হলেন, গোলড়া গ্রামের কয়েদ আলীর ছেলে ফেরদৌস আলী (২২) ও একই গ্রামের শফিকুল ইসলামের ছেলে সাকিব হোসেন (২৬)।
জানা গেছে, নিহত জাহাঙ্গীরের সঙ্গে সাটুরিয়া উপজেলার গোলড়া গ্রামের দেলোয়ার হোসেনের দীর্ঘদিন ধরে ডিস ক্যাবল ও নেট ব্যবসা নিয়ে বিরোধ চলে আসছিল। এ বিরোধকে কেন্দ্র করে রোববার রাত ১২ টায় দেলোয়ারসহ কয়েকজন দেশীয় অস্ত্র নিয়ে জাহাঙ্গীরের উপর হামলা চালায়। এসময় জাহাঙ্গীরের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসে এবং তাকে উদ্ধার করে মানিকগঞ্জ সদর হাসপাতালে নেয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সাটুরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) সুকুমার বিশ্বাস বলেন, খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। দুই জনকে আটক করা হয়েছে। মামলা প্রক্রিয়াধীন আছে।