মোঃ রফিকুল ইসলাম মৃধা, মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষনা করেছেন পুলিশ সুপার মোহাম্মাদ গোলাম আজাদ খান পিপি,এম-বার। শুক্রবার (৯ সেপ্টেম্বর) দুপুরে তিনি ঘিওর উপজেলার কলতা অভয়াচরণ বহুমূখী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত মাদক বিরোধী সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার বলেন, বর্তমান সমাজের যুবক ও তরুণেরা মারাত্মকভাবে মাদকাসক্ত হয়ে পড়েছে। মাদকের ছোবলে ধ্বংস হয়ে গেছে অনেক পরিবার। মাদকের এই ভয়ংকর ছোবল থেকে মুক্তি পেতে হলে সমাজের সকল স্তরের মানুষকে মাদকের বিরুদ্ধে সোচ্চার হতে হবে। যে বা যারাই মাদকের ব্যবসার সাথে জড়িত তাদের বিষয়ে তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করতে হবে। আপনাদের সহযোগিতা পেলে সমাজ থেকে মাদক নির্মূল করা আমাদের পক্ষে সহজ হবে।
এসময় তিনি আরো বলেন, আইন-শৃংখলা রক্ষা সহ নানা কাজের চাপ উপেক্ষা করেও, মাদক নির্মূলে মানিকগঞ্জ জেলা পুলিশ সদস্যরা প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে। আপনারা আমাদেরকে সহযোগিতা করুন, কেননা যারা মাদকের সাথে জড়িত তারা সকলেই আমাদের আপনজন। তাই তাদের ভবিষ্যতকে সুন্দর ও উজ্জ্বল করতে সমাজকে মাদকমুক্ত রাখতে হবে।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মঞ্জুর আলম খানের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাঃ হাফিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (জেলা বিশেষ শাখা) অপু মোহন্ত, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) ইমতিয়াজ মাহবুব, অতিরিক্ত পুলিশ সুপার (শিবালয় সার্কেল) নূরজাহান লাবনী, ঘিওর থানা অফিসার ইনচার্জ মোঃ আমিনুর রহমান, নালী ইউপি চেয়ারম্যান আব্দুল কুদ্দুস মধু, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শামীম খান, নালী ইউনিয়ন বিট পুলিশ অফিসার এসআই মোঃ সেলিম হোসেন রকি প্রমূখ।
উক্ত মাদকবিরোধী সমাবেশে বিদ্যালয়ের শিক্ষকমন্ডলী, ছাত্র-ছাত্রী ও অভিভাবকগণ’সহ স্থানীয় সুশীল সমাজের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।