নবীনগর প্রতিনিধি: তুমরা ভালো কাজে প্রতিযোগিতায়মূলক ভাবে এগিয়ে যাও এই প্রতিপাদ্য কে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে মরহুমজহিরুল হক খসরু মাস্টার চ্যারিটেবল ট্রাস্টের আয়োজনে পৌর এলাকার ভোলাচং দোলাবাড়ী প্রাথমিক বিদ্যালয়ে আজশনিবার সকালে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে।
উক্ত স্কুলের সভাপতি জাকির মিয়ার সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা সমিতির সভাপতি এটি এমরেজাউল করিম সবুজ,উপজেলা সহকারী শিক্ষা অফিসার সিউলী কর, প্রেসক্লাব প্রতিষ্ঠাতা আবু কামাল খন্দকার,সাপ্তাহিকনবীনগরের সম্পাদক আব্বাস উদ্দিন হেলাল,কাউন্সিলর জসিম উদ্দিন,ইব্রাহীমপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাকিরহোসেন,সংরক্ষিত কাউন্সিলর হেলানা বেগম।
ট্রাস্টের সাংগঠনিক সম্পাদক আশরাফুল হকের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন ট্রাস্টের আর্ন্তজাতিকবিষয়ক সম্পাদক জামাল হোসেন পান্না। সাংবাদিক রবিন সাইফ, ট্রাস্টের সহসভাপতি শফিউল্লাহ অপন, সাধারণ সম্পাদকমোঃ মিন্টু মিয়া, সদস্য- এম এ হালিম জনি, এস এ রুবেল,সফর আলী,বাবুল সহ আরো অনেকেই।
মরহুম জহিরুল হক খসরু মাস্টার চ্যারিটেবল ট্রাস্টের চেয়ারম্যান রিফাতুল হক জানান, শিক্ষার্থীদের উৎসাহিত করার জন্য উক্তট্রাস্টের পক্ষ থেকে এই কার্যক্রম অব্যাহত থাকবে॥
উপস্থিত বক্তারা স্কুলটিকে সরকারী করন সহ নানান দাবী তুলে ধরে প্রধানমন্ত্রী ও স্থানীয় সাংসদ এর দৃষ্টি কামনা করেন।