
এ এইচ অনিক বিশেষ প্রতিনিধি :
তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই ভাইয়ের পরিবারের মধ্যে পাল্টা পাল্টি হামলায় দুই পরিবারের ৫ জন আহত।মৃত মাছেম শেখের ছেলে বাবু শেখ ও ছাইদুল শেখ এর পরিবার একসাথে একই বাড়িতে বসবাস করলেও দুই ভাইয়ের পরিবারের বিরোধ চলছিল দীর্ঘদিন।বাবুর নছিমন গাড়িটি বাড়িতে ঢোকানোর সময় ছাইদুলের বসতঘরের ডোয়া ভেঙে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
ঘটনার প্রকাশ গতকাল সন্ধায় ফরিদপুর জেলার আলফাডাঙ্গা উপজেলার চরডাঙ্গা উত্তর পাড়া নামক এলাকার মৃত মাছেম শেখের ছেলে বাবু শেখ ও ছাইদুল শেখ এর পরিবার একসাথে একই বাড়িতে বসবাস করলেও দুই ভাইয়ের পরিবারের বিরোধ চলছিল দীর্ঘদিন ধরে। এর প্রমান হিসেবে বাড়ির মাঝখানে বাশের বেড়াদিয়ে চলাচল বন্ধকরে এদের বসবাস দীর্ঘদিনের। এমনটা স্থানীয় সহ ছবিটি তার প্রমান। এরই ধারাবাহিকতায় গতকাল রাত আনুমানিক সাড়ে আটটার দিকে বাবু তার নছিমন গাড়িটি বাড়িতে ঢোকানোর সময় ছাইদুলের বসতঘরের ডোয়া ভেঙে যায়। এনিয়ে প্রথমে হালকা কথা-কাটাকাটি হলেও তাত্ক্ষণিক মাটির ডোয়া ঠিক করে দেন বাবুর স্ত্রী তার পরে হটাৎ দু-পক্ষই লাঠি শো-টা সহ একে অপরের উপর হমলা চালায় বলে জানিয়েছেন প্রতিবেশী কয়েকজন।
তারা আরো জানান হামলায় বাবু তার স্ত্রী ও ছেলে রিদয় সহ অপর পক্ষের সাইদুল ও তার স্ত্রী ছেলে বিপ্লব এরা আহত হলে ও দুজনারই স্ত্রীর মাথায় আঘাত লাগলে তাদের মাথা ফোটে যায়। দ্রুত বাবু ও তার স্ত্রীকে প্রথমে চরডাঙ্গায় প্রাথমিক চিকিৎসা দিয়ে উপজেলা হসপিটালে জরুরী বিভাগে ভর্তি করাহয়। অন্যদিকে মাথায় আঘাত পাওয়া আহত ছাইদুলের স্ত্রী কেও ঐ একই হসপিটালের জরুরী বিভাগে ভর্তি করাহয়। দুজন মহিলাই গুরুতর আহত অবস্থায় হসপিটালে চিকিৎসাধীন আছেন বলে জানিয়েছেন তাদের পরিবার। এ
দিকে মৃত মাছেম শেখের ছেলে বাবু ও ছাইদুল ছাড়াও তাদের অন্য দুইভাই ঝন্টু শাহাবুল ও বোন সুর্য সহ স্থানীয় জনপ্রতিনিধি দের নিয়ে দু-ভাইয়ের দীর্ঘদিনের এ সমস্যার সমাধানের প্রতিশ্রুতি দিলেও এরা দু’পক্ষই আইনের আশ্রয়ে জাবেন এমনটাই লোক মুখে শোনা যাচ্ছে।
তবে রিপোর্ট লেখা পর্যন্ত কোনো পক্ষই মামলা করেনি বলে জানিয়েছেন তাদের পরিবার।