ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের ভাঙ্গার চুমুরদি ইউনিয়নে চুমুরদি গ্রামে ইউপি সদস্যের ক্রয়কৃত জমির সীমানা তৈরীতে একই ইউনিয়নের চেয়ারম্যান রফিকুল ইসলাম সোহাগ বাধা প্রদান করছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
জানা যায়, চুমুরদি ইউপির ৭নং ওয়ার্ড মেম্বার ওয়াহিদুজ্জামান অপুর ভাই ইঞ্জিনিয়ার আক্কাস আহম্মেদ স্থানীয় হিরু মোল্যা ও নিরু মোল্যার নিকট থেকে (চুমুরদি ৫৬ নং মৌজার খতিয়ান ২৯২, বি.এস দাগ নং ৮৯৯) কিছুদিন আগে ২০ শতাংশ জমি ক্রয় করে। কিছুদিন পরে সেখানে সীমানা তৈরীর কাজ শুরু করলে সেখানে বাধা প্রদান করে প্রভাবশালী একটা মহল।
ইউপি সদস্য ওয়াহিদুজ্জামান অপু অভিযোগ করে বলেন, জমিটি কিছুদিন আগে সোহাগ চেয়ারম্যানকে সাথে নিয়ে কেনা হয়েছে। কিন্তু জমিটি কেনার পর থেকেই ইউপি চেয়ারম্যান সোহাগ এখানে কাজ করতে দিচ্ছেন না। এর আগে কয়েক দফায় স্থানীয়ভাবে বসার ব্যাবস্থা করলেও সেখানে চেয়ারম্যান উপস্থিত হয়নি। সর্বশেষ সোমবার জমির মালিক পুনরায় কাজ শুরু করতে বললে চেয়ারম্যান নিজে যেয়ে কর্মরত শ্রমিকদের কাজ বন্ধ রাখতে বলেন এবং হুমকি দেন। এমতাবস্থায় আমরা থানায় অভিযোগ করি। পরে পুলিশ সরেজমিনে পরিদর্শন করে।
এই ব্যাপারে নির্মান শ্রমিক মোকলেস বলেন, আমরা প্রায় ১মাস যাবৎ কাজের উদ্যেশ্যে এখানে রয়েছি। আজ (সোমবার) সকালে কাজ শুরু করার প্রায় ১ ঘন্টা পরে চুমুরদি ইউপি চেয়ারম্যান সোহাগ এসে কাজ বন্ধ করতে বলে এবং বিভিন্ন ধরনের হুমকি দেয়। পরে আমরা জমির মালিককে বিষয়টি জানাই।
এই ব্যাপারে চেয়ারম্যান রফিকুল ইসলাম সোহাগ এর সাথে মুঠোফোনে কথা হলে তিনি ব্যাস্ত আছেন বলে জানান এবং পরবর্তীতে ফোন দিলে তিনি রিসিভ করেননি।
এই ব্যাপারে এ.এস.আই রাকেশ মন্ডল এর সাথে কথা হলে তিনি জানান, সমস্যাটি জায়গা-জমি সংক্রান্ত হওয়ায় আমি উভয় পক্ষকেই বিজ্ঞ আদালতের স্মরণাপন্ন হওয়ার পরামর্শ দিয়েছি।