আঃ খালেক মন্ডল :
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় কোচাশহর কয়েলের আগুনে পুড়ে ৫টি গরু ও ছাগল পুড়ে ছাই। গত (১১মে) বৃহষ্পতিবার রাত সাড়ে ১২ টায় এ অগ্নিকান্ড ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়,ভাগগরীব গ্রামের দছিমুদ্দিনের ছেলে হামিদুল ইসলাম ঘুমানোর পর জ্বালিয়ে রাখা কয়েলের আগুন থেকে গোয়াল ঘরে আগুন লাগে। এ সময় হামিদুল ইসলাম ডাক-চিৎকার শুরু করলে প্রতিবেশীরা এগিয়ে এসে আগুন নেভানোর কাজ শুরু করেন। একপর্যায়ে আগুন নিয়ন্ত্রণে এলে ও ৫টি গরু ও ছাগল পুড়ে যায়। অগ্নিকান্ডে গোয়াল ঘরও ভস্মীভূত হয়েছে।
ক্ষতিগ্রস্ত হামিদুল ইসলাম বলেন,আমরা সবাই ঘুমিয়ে পড়ি। হঠাৎ আগুনের বিকট শব্দে আমার ঘুম ভেঙে যায়। উঠে দেখি সব শেষ। সংসার চলার সম্বল ৫টি গরু ও ছাগল পুড়ে মারা গেছে।
কোচাশহর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জহুরুল হক জাহিদ বলেন,অগ্নিকান্ডের খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন ও দশ হাজার টাকা ভূক্ত ভোগী হামিদুল ইসলামের হাতে তুলে দেন। বিষয়টি তাৎক্ষণিক উপজেলা প্রশাসনকে জানিয়েছি প্রশাসন সহযোগিতার আশ্বাস দিয়েছে।
উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল লতিফ প্রধান অগ্নিকান্ডের খবর তার প্রতিনিধি উপজেলার কেন্দ্রীয় কৃষক লীগের সদস্য খন্দকার জাহাঙ্গীর আলম, মুঠো ফোনে উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি সঙ্গে যোগাযোগ করলে ভূক্ত ভোগীকে সরকারি ভাবে সহায়তা করার আশ্বাস দেন।
এসময় উপস্থিত ছিলেন, ৮নং ওয়ার্ড সদস্য মো, আমিনুল ইসলাম ও ভাগগরীব বালিকা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মাওলানা মোহাম্মদ সরোয়ার রহমান। সর্বশেষে উপজেলা নির্বাহী অফিসার আরিফ হোসেনের সঙ্গে মুঠো ফোনে যোগাযোগ করলে,তিনি বলেন যথাযথ কাগজ পত্র দাখিল করলে সহযোগিতা করা হবে বলে আশ্বাস দেন।