নবীনগর প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে পালিত হয়েছে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস। শুক্রবার (১০ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলা প্রশাসন (দুর্যোগ ব্যবস্থাপনা শাখা) আয়োজনে উপজেলা চত্বর থেকে বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালি শেষে নবীনগর সরকারী পাইলট স্কুল মাঠে ফায়ার সার্ভিসের কর্মীরা মহড়া প্রদর্শন করেন।
পরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মনিরুজ্জামান মনির, উপজেলা নির্বাহী কর্মকর্তা একরামুল সিদ্দিক, ভাইস চেয়ারম্যান জাকির হোসেন সাদেক,উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহমুদা জাহান, প্রধান শিক্ষক আবু মুসা, প্রধান শিক্ষক দেলোয়ার হোসেন,এটিএম রেজাউল করিম, উপজেলা শিক্ষা অফিসার মুতিউর রহমান,মনসুর আহমদ সহ সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।