নিজস্ব প্রতিনিধি: সম্মিলিত সাংস্কৃতিক জোট,টঙ্গী বর্ষবরণ উপলক্ষে “নববর্ষের উদ্দীপনা, অসাম্প্রদায়িক চেতনা ” শীর্ষক আলোচনা সভা ও বৈশাখী বৈঠকের আয়োজন করে। বৃহস্পতিবার গাসিক টঙ্গী অঞ্চল সিমিনার কক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সম্মিলিত সাংস্কৃতিক জোট,টঙ্গী’র সভাপতি এড. শওকত আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরণ।
সংগঠনের সাধারণ সম্পাদক সৈয়দ আতিকের সঞ্চালনায় আলোচনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন ৫৪ নং ওয়ার্ড কাউন্সিলর নাসির উদ্দিন মোল্লা, সংশ্লিষ্ট বিষয়ে প্রবন্ধ উপস্থাপন করেন সম্মিলিত সাংস্কৃতিক জোট,টঙ্গী’র সাবেক সভাপতি শেকানুল ইসলাম শাহী।
আলোচনায় অংশ নেন লেখক সুবোধ চন্দ্র দাস,সাবেক সভাপতি নিজাম উদ্দিন, মুস্তফা কামাল বাদল, সাবেক সাধারণ সম্পাদক মাধব আচার্য, প্রদীপ অধিকারী, এম এ মালেক, জহিরুল আলম বাধঁন, সহ- সাধারণ সম্পাদক তামান্না ইসলাম, সাংগঠনিক সম্পাদক শাহজাহান শোভন, নিবার্হী সদস্য হারুন অর রশীদ, আব্দুল আজিজ টিপু প্রমুখ।
বক্তগণ প্রত্যাশা ব্যক্ত করে বলেন-সুপ্রতিষ্ঠিত হোক অসাম্প্রদায়িকতার শাশ্বত চেতনা।নতুন বছরে নব উদ্যমে জাগ্রত হোক সম্প্রীতি বন্ধন। বাঙালি তার চিরাচরিত ঐতিহ্য ধরে রেখে সুখ, সমৃদ্ধি আর অগ্রগতির পথে আরো একধাপ এগিয়ে যাক।
সভা শেষে সঙ্গীত ও আবৃত্তি পরিবেশিত হয়।