
ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি: প্রকৃত আদিবাসীদের অধিকার সংরক্ষণে দাবীতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেন, জাতীয় আদিবাসী পরিষদ ঠাকুরগাঁও জেলা শাখা।
বুধবার,( ১২ অক্টোবর) দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন ঠাকুরগাঁও জেলা শাখা জাতীয় আদিবাসী পরিষদ সভাপতি যাকোব খালগো, সহ-সভাপতি দুলাল তিগ্যা, প্রেসক্লাবের সভাপতি মনসুর আলী, ঠাকুরগাঁও জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ইমরান হোসেন চৌধুরী, সাংবাদিক এটিএম,শামসুজ্জোহা বাবলু প্রমুখ।
বক্তারা বলেন জাতীয় আদিবাসী পরিষদ দেশের বিশেষ করে উত্তরবঙ্গে সমস্ত আদিবাসী সম্প্রদায়ের অধিকার আদায় ও সংরক্ষণের জন্য কাজ করে আসছি। সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে যে ঠাকুরগাঁও জেলায় বসবাসরত সনাতনী হিন্দু ধর্মে বিশ্বাসী রায়, বর্মন, সিংহ উপাধিধারী কিছু স্বার্থান্বেষী সুবিধা ভোগী মহল (বিশেষ করে ছাত্রছাত্রীরা) আদিবাসীদের জন্য সরকার প্রদত্ত বিভিন্ন সুযোগ-সুবিধা (যেমন বিশ্ববিদ্যালয় ভর্তি চাকরি কোটাসহ নানান সুবিধা সমূহ) অবৈধভাবে ভোগ দখলের জন্য বিভিন্ন দপ্তর হতে আদিবাসী ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সনদ নেওয়ার প্রয়াস চালিয়েছে এবং কিছু কিছু ক্ষেত্রে সফল হয়েছে।
বক্তারা আরো বলেন প্রকৃত অর্থে তারা আদিবাসী বা ক্ষুদ্র নৃ গোষ্ঠী সম্প্রদায়ের জনগোষ্ঠী নন।
আদিবাসী পরিষদ বিভিন্ন পর্যায়ের এই সকল উপাধিধারী উচ্চ পর্যায়ে ব্যক্তিবর্গের সাথে যেমন ইউপি চেয়ারম্যান, বিজ্ঞ উকিল, চাকুরিজীবী ধর্মীয় পরোহিত সহ অন্যান্য স্তরের ক্ষত্রিয় সম্প্রদায়ের সাথে কথা বলেছে এবং তারা এই বিষয়টি নিয়ে ক্ষুব্ধ প্রকাশ করেছেন।
তাদের ভাষ্যমতে তারা ক্ষত্রিয় সম্প্রদায় এবং নিজেদের হিন্দু হিসেবে পরিচয় দিতে ইচ্ছুক ইতিমধ্যে বর্মন, সিংহ, রায় উপাধিধারীকে কেন আদিবাসী বা ক্ষুদ্র নৃ-গোষ্ঠী হিসেবে বলা হচ্ছে এ বিষয়টি নিয়ে তারা বিক্ষোভ প্রদর্শন করেছেন।
মানববন্ধন শেষে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।