নিজস্ব প্রতিবেদক: সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার জামিরতা উচ্চ বিদ্যালয়ের ১২৫ বছর পূর্তি উদযাপন উপলক্ষে বিদ্যালয়টির প্রাক্তন ছাত্র- ছাত্রীদের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৭ অক্টোবর, ২০২২) রাজধানীর মিরপুর-২-এ ’সিরাজগঞ্জ জেলা সমিতি’র হল রুমে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জামিরতা উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র মোঃ সামিউল আলম লিটন (পিপিএম) অতিঃ পুলিশ সুপার সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পালন করেন।
সভায় ১৯৮০ সাল থেকে ২০২১ সালের প্রাক্তন ছাত্র- ছাত্রীদের সমন্বয়ে ১০১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়।
প্রফেসর মোঃ আব্দুস সামাদকে উপদেষ্টা, মোঃ সামিউল আলম লিটন (পিপিএম) অতিঃ পুলিশ সুপারকে আহবায়ক, মোঃ শাহ আলম, এম, এম মুরাদ, মোঃ মোজাম্মেল হোসেন, মোঃ অলিউল ইসলাম, প্রকৌশলী মোঃ আব্দুস সাত্তার, নুর হোসেন সৈকত, মোঃ রাসেদুল ইসলাম রাশি, মোঃ বাহারাম আলী, প্রকৌশলী মোঃ অলিউল ইসলামকে যুগ্ম আহবায়ক এবং মোঃ মোজাম্মেল হোসেন, মোঃ মাহবুব উর রহমান, মোঃ আব্দুল আউয়াল অর্থ সচিব করে উক্ত আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।
এ সময় জামিরতা উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র-ছাত্রীরা বক্তব্য রাখেন।