মোঃ রফিকুল ইসলাম মৃধা মানিকগঞ্জ :
“গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা, দুঃখের দরদী আমার জনম দুঃখী মা”- মরমী বাণী সমৃদ্ধ জনপ্রিয় কালজয়ী এ গানের কন্ঠশিল্পী ফোক সম্রাজ্ঞী মমতাজ বেগম এমপি’র জন্মদাত্রী প্রয়াত মা উজালা বেগমের স্মরণে আজ (শুক্রবার) থেকে ২ দিন ব্যাপি শুরু হয়েছে মায়ের মেলা শুরু হয়েছে।
দেশ বরেণ্য কন্ঠশিল্পী মমতাজ বেগমের গ্রামের বাড়ি মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলায় জয়মন্টপ বাউল কমপ্লেক্সের মধু মঞ্চে এ মেলার আয়োজন করা হয়েছে। আজ ৩০ সেপ্টেম্বর থেকে ১ অক্টোবর পর্যন্ত এ মেলা চলবে।
মমতাজ বেগম এমপি’র প্রয়াত বাবা আলহাজ্ব মধু বয়াতির স্মরণে মধু মেলার আয়োজনের পর মা-কে হারিয়ে বছর শেষ হতেই আয়োজন করলেন মায়ের মেলার। গেল বছর ৩০ সেপ্টেম্বর মমতাজের রত্নগর্ভা মুকুট অর্জনকারী মা উজালা বেগম পৃথিবীর মায়া ছেড়ে পরপারে চলে যান।
মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য মমতাজ বেগম বলেন, মায়ের স্মৃতিকে স্মরণে রেখে মেলার নাম রেখেছি মায়ের মেলা। এ মেলায় দেশ-বিদেশের অনেক সম্মানিত বাউল শিল্পীরা অংশগ্রহণ করে বাউল সংগীত ও ভাব বিচ্ছেদ গান পরিবেশন করবেন। মেলায় সকলকে আমন্ত্রণ জানিয়ে মেলাকে সুন্দর ও স্বার্থক করতে সহযোগিতা কামনা করেন তিনি।
প্রসঙ্গত, মমতাজ বেগম তার প্রয়াত পিতা মধু বয়াতির স্মরণে প্রতিবছর ১ জানুয়ারি থেকে ৩ দিন ব্যাপি নিজ বাড়ির বাউল কমপ্লেক্সে মধুর মেলার আয়োজন করে থাকেন। উক্ত মধুর মেলায় উপমহাদেশের অসংখ্য বাউল শিল্লীরা অংশগ্রহণ করেন।