মোঃ জাকির হোসেন:
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন (নাসিক) সিদ্ধিরগঞ্জ ১নং ওয়ার্ড কাউন্সিলর হাজী আনোয়ার ইসলাম আলেমদের নিয়ে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত করেন। বুধবার (১৭ আগস্ট)vবাদ যোহর পাইনাদী মিজমিজি কবরস্থান কেন্দ্রীয় জামে মসজিদ কমপ্লেক্সে আলেমরা তাদের মতামত প্রকাশ করেন।
নাসিক ১নং ওয়ার্ডের কাউন্সিলর বলেন, আপনারা মসজিদের জুমার বয়ানে মাদকের ব্যাপারে সচেতন মূলক আলোচনা করবেন এবং অভিভাবকদের উদ্দেশ্যে বলবেন, তাদের ১৩ থেকে ১৯ বছরের সন্তান যেন মাদকাসক্ত না হতে পারে এই ব্যাপারে ওনারা সচেতনতা অবলম্বন করে বেশী রাতে ঘরের বাহিরে থাকলে তাদেরকে শাসন করেন।
এই সময় প্রধান অতিথি হিসবে উপস্থিত ছিলেন, হরযত মাওলানা মুফতি ওমর ফারুক সন্দ্রীপি দাঃবাঃ, মাওলানা দ্বীন ইসলাম মোহতামিম পাইনাদী মাদরাসা,মুফতি নুরুল হক রহমানী,মাওঃ ফয়সাল, মাওঃ ইমরান মোহতামিম কবরস্থান মাদরাসা, মুফতী আঃ মালেক খতিব কবরস্থান কমপেক্স, মাওলানা সিরাজুল ইসলাম খতিব বাইতুর রহমত জামে মসজিদ,মুফতি হাসান,মাওঃরফিকুল ইসলাম, আহসানউল্লাহ্ সুপার মার্কেটের পরিচালক হাজী মোঃ আলী, নাসিক ১নং ওয়ার্ডের সকল মসজিদের ইমাম ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।