এ এইচ অনিক বিশেষ প্রতিনিধি: নদী ভাঙ্গনের কবলে ফরিদপুর জেলার আলফাডাঙ্গা এলাকার মধুমতী নদীর তীরবর্তী কয়েকটি গ্রাম, এসব গ্রামের মানুষ নদী ভাঙ্গেন কবলে পড়ে অন্যত্রে চলে গেলেও অনেক পরিবার আতঙ্কিত হয়ে আছে। কখন যেন তাদেরও ছাড়তে হবে অতিপ্রিয় বসত বাড়িগুলো। গত কয়েক বছরের নদী ভাঙ্গনের কারনে এলাকাটির বহু বাড়ি ঘর ভেঙ্গে নদীগর্ভে বিলিন হয়ে গেছে।
স্থানীয় বসবাসকারী ডাঃ মতিউর রহমান আমাদের প্রতিনিধিকে জানিয়েছেন এলাকার চর আজমপুর নামক একটি গ্রাম এখন শুধুই স্মৃতি হয়ে আছে আমাদের কাছে। কারন নদী ভাঙ্গনের কারনে সে গ্রামটির কিছুই এখন আর নেই।
অন্যদিকে এবারের নদী ভাঙ্গন শুরু হলেই, ভাঙ্গন রোধে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড জিও ব্যাগ ফেলা শুরু করে।তখন পানির তীব্র স্রোতের কারনে বেশিরভাগ জিও ব্যাগ সহ গাছপালা পানিতে ভাসিয়ে নিয়ে যায়। যেকারণে আতঙ্কিত এলাকাবাসী, তাদের বাড়িঘর সহ গাছপালা কেটে অন্যত্রে সরিয়ে নিয়ে গেছে, আমরাও নুতান আশ্রয় খুজতেছি জানিনা কোথায় যাবো।
এদিকে কোরবানির ঈদের কারনে ভাঙ্গন রোধ প্রকল্পের কাজ বন্ধ থাকলেও আজ থেকে আবারও কাজ শুরু করেছে পানি উন্নয়ন বোর্ড়।
গোপালপুর এলাকার চরকান্দী, গোপালপুর ঘাট ও বকঝুড়ি খেয়াঘাট সহ আরো কয়েটি এলাকায় নুতান করে নদী ভঙ্গন দেখা দিয়েছে। স্থানীয়দের প্রানের দাবী স্থায়ীভাবে জিও ব্যাগের সাথে ব্লক ফেলে নদীর এই আগ্রাসী ভাঙ্গন রোধ করা হোক। তা-নাহলে প্রতি বছর একটু একটু করে নদী গর্ভে বিলিন হয়ে যাবে এক একটি গ্রাম। থাকবেনা এসব এলাকায় বসবাসরত মানুষ ও মানুষের প্রানের সম্পর্ক, জন্মস্থানের মায়া ছেড়ে দুর কোথাও গড়ে তুলবে আবার নতুন বসতি।