সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি: মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) নিয়ে ভারতের বিজেপির মুখপাত্র কর্তৃক কটুক্তির প্রতিবাদে নাসিক ৩নং ওয়ার্ড এলাকাবাসীর উদ্যোগে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
শুক্রবার (২৪ জুন) বাদ জুমা ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে বিভিন্ন স্লোগান দিতে দিতে মিছিল অনুষ্ঠিত হয়।
এ বিক্ষোভ মিছিলে, মহানবী হযরত মুহাম্মদ (সাঃ)’র অপমান সইবেনা মুসলমানসহ বিভিন্ন স্লোগান দেন। মিছিলকারীরা বলেন, আমাদের প্রতিবাদ করতে হবে নিয়মতান্ত্রিক ও শান্তিপূর্ণভাবে। ইসলাম যে শান্তির ধর্ম সেটাও প্রতিবাদের মধ্যে প্রমাণ করতে হবে।
আমরা শান্তিপূণ এবং নিয়মতান্ত্রিকভাবে প্রতিবাদ জানাচ্ছি। আমাদের মহানবী হযরত মুহাম্মদ (সাঃ)কে কুটুক্তি করায় নাসিক ৩নং ওয়ার্ড এলাকাবাসীর উদ্যোগে বিক্ষোভ মিছিল। প্রাণের নবী হযরত মুহাম্মাদ (সাঃ)’র বিরুদ্ধে কটূক্তি মুসলমানদের মনে আঘাত করেছে। রাসুল (সাঃ)’র বিরুদ্ধে এমন বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
এসময় মিছিলকারীরা ভারতীয় সকল পণ্য বর্জনের ডাক দেন ও জাতীয় সংসদে এর নিন্দা প্রকাশ করার দাবি জানান। ভারতের বিজেপির মুখপাত্রকে ফাঁসির দাবি জানান।