নিজস্ব প্রতিনিধি:: কুমিল্লায় ‘এলডিপি’র মহাসচিব রেদোয়ান আহমেদকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানোর ঘটনায় প্রতিবাদ সমাবেশ হয়েছে ঢাকায়। আজ মঙ্গলবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি)-এর উদ্যোগে এই প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
গতকাল সোমবার কুমিল্লার চান্দিনায় ছাত্রলীগ-স্বেচ্ছাসেবক লীগের নেতা-কর্মীদের উপর গুলি চালানোর ঘটনায় করা মামলায় রেদোয়ানকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
আজ ঢাকায় অনুষ্ঠিত এলডিপির প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, সাবেক মন্ত্রী রেদোয়ানের গাড়িতে হামলা হয়। আত্মরক্ষার্থে থানায় আশ্রয় নেওয়ার পরও গ্রেপ্তার দেখানোর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন দলটির সভাপতি অলি আহমদ। হামলার মুখে তিনি থানার ভেতরে গিয়ে আশ্রয় নেন। তারপরও তাকে গ্রেপ্তার করা হয়, যা ন্যক্করজনক।
ঘটনার নিন্দা জানিয়ে বক্তারা বলেন, এই সরকারের হাতে বিরোধী দলের কোনো নেতা-কর্মী নিরাপদ নন। রেদোয়ানের জনপ্রিয়তা দেখে ভয় পেয়ে তার উপর হামলা চালানো হয়েছে।
এলডিপির প্রেসিডিয়াম সদস্য আওরঙ্গজেব বেলাল সভায় সভাপতিত্ব করেন। বক্তব্য দেন নেয়ামুল বশির, মাহমুদ মোর্শেদ, কে কিউ স্যাকলাইন, মাহে আলম চৌধুরী, মাহবুবুর রহমান, বিল্লাল হোসেন মিয়াজি প্রমুখ।