মনির হোসেন, নবীনগর প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে লাউর ফতেহপুর ব্যারিস্টার জাকির আহাম্মদ কলেজে অভিভাবক সমাবেশে অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৮ মে) কলেজ প্রাঙ্গণে এই অভিভাবক সমাবেশে অনুষ্ঠিত হয়। ব্যারিস্টার জাকির আহাম্মদ কলেজের অধ্যক্ষ সৈয়দ আব্দুল কাইয়ুমের সভাপতিত্বে ও প্রভাষক রুবেল মিয়ার সঞ্চালনায় অভিভাবক সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামিলীগের শিক্ষা বিষয়ক সম্পাদক ও অত্র কলেজের প্রতিষ্ঠাতা ব্যারিস্টার জাকির আহাম্মদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবপুর কলেজের সহকারী অধ্যাপক ইকবাল হোসাইন, প্রধান শিক্ষক শাহ জাহান কবির ও আল আমিন খান, কলেজ গভার্নিং বডির সদস্য গাজী এখলাস উদ্দিন পিন্টু, আকমল হোসেন ও অজুফা খাতুন, হাজী মফিজ অযুফা হাফেজিয়া মাদ্রাসার অধ্যক্ষ হাফেজ মাওলানা দেলোয়ার হোসেন প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে ব্যারিস্টার জাকির আহাম্মদ উপস্থিত অভিভাবকদের উদ্দেশ্য করে বলেন, সন্তানদের প্রতি পিতামাতার দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে। ছেলেমেয়েদের মানুষের মতো মানুষ করতে হলে এবং তাদের স্বশিক্ষিত করে গড়ে তুলতে পিতামাতার ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ বলে জানান তিনি।
এসময় তিনি শিক্ষা সমৃদ্ধ আলোকিত নবীনগর গঠনে সবার দোয়া ও সহযোগিতা কামনা করেন। অনুষ্ঠান শেষে দেশ, জাতি ও লাউর ফতেহপুর ব্যারিস্টার জাকির আহাম্মদ কলেজের মঙ্গল কামনার্থে মোনাজাত করা হয়।