বশির আহমেদ কাজল শ্রীপুর, গাজীপুর:
গাজীপুরে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান থেকে বাড়ি ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় মো. মেহেদী হাসান রাহাত নামের এক ছাত্রলীগ কর্মী মারা গেছে। এঘটনায় সাইদুর রহমান নামের অপর ছাত্রলীগ কর্মী মোটরসাইকেল চালক আহত হয়েছে।
বুধবার (৪ ডিসেম্বর) বিকেলে জেলার শ্রীপুর উপজেলার শ্রীপুর-রাজাবাড়ি সড়কের সাটিয়াবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
২২বছর বয়সী নিহত ছাত্রলীগ কর্মী মো. মেহেদী হাসান রাহাত, শ্রীপুর পৌর শহরের সাব-রেজিস্ট্রি অফিস এলাকার নজরুল ইসলামের ছেলে। সে শ্রীপুর মুক্তিযোদ্ধা রহমত আলী সরকারী কলেজের দ্বাদশ শ্রেণীর দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিল। রাহাতের মৃত্যুতে আওয়ামীলীগ, ছাত্রলীগ, যুবলীগসহ স্থানীয় নেতাকর্মীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।
শ্রীপুর পৌর যুবলীগ নেতা আশরাফুল ইসলাম ওয়াসিম জানান, বুধবার গাজীপুরে ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকীর আয়োজন করে জেলা ছাত্রলীগ। ওই অনুষ্ঠানে যোগ দিতে রাহাত, সাইদুরসহ অনেক ছাত্রলীগের নেতাকর্মীরা গাজীপুর যায়। প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান শেষে রাহাত, সাইদুল মোটরসাইকেল যোগে বাড়ি ফিরছিল। তাদের বহনকারী মোটরসাইকেল শ্রীপুর-রাজাবাড়ি সড়কের সাটিয়া বাড়ি এলাকায় পৌঁছলে একটি কুকুর তাদের বহনকারী মোটরসাইকেলের নিচে চাপা পড়লে রাহাত ও সাইদুর সড়কে ছিটকে পড়লে অজ্ঞাত গাড়ি রাহাতকে চাপা দেয়। তাদের গুরুতর আহতবস্থায় রাজন্দ্রেপুর এলাকায় একটি হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক রাহাতকে মৃত ঘোষনা করেন এবং সাইদুরকে চিকিৎসা দেয়া হয়।
শ্রীপুর থানার পরিদর্শক মোহাম্মদ মনিরুজ্জমান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এবিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।