সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি:: নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১নং ওয়ার্ডে ডিস ব্যবসা দখলে নেওয়াকে কেন্দ্র করে আতঙ্ক সৃষ্টি হয়েছে। নাসিক ১নং ওয়ার্ড কাউন্সিলর আনোয়ার ইসলামের ছোট ছেলে ও ১নং ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সভাপতি ইলিয়াস হোসেন লিয়নের বিরুদ্ধে ডিস ব্যবসা দখলের চেষ্টার অভিযোগ করেছে ডিস ব্যবসায়ীরা। গত কয়েকদিনে লিয়ন ও তার লোকজনের হামলায় চারজন ডিস ব্যবসায়ী আহত হয়েছেন বলে জানায় ডিস ব্যবসায়ীরা।
ইতিপূর্বে জীবনের নিরাপত্তা চেয়ে সিদ্ধিরগঞ্জ থানায় জিডি করেন ডিশ ব্যবসায়ী জয়নাল আবেদিন খোকন ও চাঁন বাদশা। জিডি নং- যথাক্রমে- ১৪০ ও ১২৯, তাং- ০৩-২-২০২২ ইং।
ডিস ব্যবসায়ী জয়নাল আবেদীন খোকন জানান, গত ২১ বছর যাবত্ নাসিক ১ নং ওয়ার্ডে বিটিভি থেকে বৈধ ক্যাবল অপারেটর লাইসেন্স, নাসিকের ট্রেড লাইসেন্স প্রাপ্ত হয়ে ডিশ ব্যবসা করে আসছিলেন। হঠাৎ করে নাসিকের ১নং ওয়ার্ডের নব-নির্বাচিত কাউন্সিলর আনোয়ার ইসলামের ছেলে ও ১নং ওয়ার্ড ছাত্রলীগ সবেক সভাপতি ইলিয়াস ইসলাম লিয়ন বিভিন্নভাবে চাপ দিয়ে তাদের ম্যানেজ করতে না পেরে নারায়ণগঞ্জ শহরের পাইকপাড়া এলাকার ডিশ ব্যবসায়ী আব্দুল করিম বাবুর মালিকানাধীন এসবি স্যাটেলাইট কেবল টিভি নেটওয়ার্কের শাখা অফিস এনে সম্পূর্ণ অবৈধভাবে ডিশ সংযোগ দিচ্ছেন। অথচ ইলিয়াস ইসলাম লিয়ন কেবল ব্যবসা পরিচালনা করার জন্য কেবল অথবা ফিড লাইসেন্সসহ কোন কাগজ-পত্র তার কাছে নেই বলে তিনি।
এ ব্যাপারে নাসিক কাউন্সিলরের ছেলে ও ১নং ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সভাপতি ইলিয়াস ইসলাম লিয়ন জানায়, নারায়ণগঞ্জের ডিশ ব্যবসায়ী আব্দুল করিম বাবু ভাইয়ের সাথে আমি চুক্তি করে স্টার লিংক কমিউনিকেশন লিঃ নামে প্রতিষ্ঠানের মাধ্যমে ডিশ ব্যবসা করছি। আমি কাউকে হুমকি দিচ্ছি না। আমি ডিশ ব্যবসায়ী বাবু ভাইয়ের থেকে এখানে সাব অফিস এনে ডিশ ব্যবসাকে একটা সিস্টেমে আনতে চাচ্ছি।
এ ব্যাপারে নাসিক ১নং ওয়ার্ড কাউন্সিলর আনোয়ার ইসলাম জানান, আমার ছেলে ডিশ ব্যবসায়ী আব্দুল করিম বাবুর সাথে চুক্তিবদ্ধ হয়েছে। তাই ব্যবসায়ীদেরকে তার কাছ থেকে সংযোগ নিতে বলেছে।
এ ব্যপারে সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মশিউর রহমান বলেন, ইতিপূর্বে দুইজন ডিশ ব্যবসায়ী তাদের জীবনের নিরাপত্তা চেয়ে জিডি এন্ট্রি করেছেন।