মনির হোসেন নবীনগর প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে “মাছিহা খাতুন এন্ড রেজায়ে রব্বানী হাইয়ার এডুকেশন স্কলারশিপ” কর্তৃক ও এ বি সফিক আহমেদ এর অর্থায়নে এবং আহছানিয়া মিশন ঢাকার উদ্যোগে ৪ জন শিক্ষার্থীকে ৪৭ হাজার ৫ শত টাকা করে মেধাবৃত্তি প্রদান করা হয়েছে।
রোববার (২৯ মে) সকালে শ্যামগ্রাম মোহিনী কিশোর স্কুল এন্ড কলেজের সম্মেলন কক্ষে প্রতিষ্ঠানের দশম শ্রেণির ৪ জন মেধাবী শিক্ষার্থীদের মাঝে এ বৃত্তি প্রদান করা হয়।
শ্যামগ্রাম মোহিনী কিশোর স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. মোস্তাক আহাম্মদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন শ্যামগ্রাম ইউপি চেয়ারম্যান শামছুজ্জামান খান মাসুম, বিশেষ অতিথি ছিলেন, আহছানিয়া মিশনের কো-অর্ডিনেটর ও রিসোর্স মবিলাইজেশন কাজী জিয়া হাসান, গভর্নিং বডির সদস্য নূরে এলাহী দুলাল, বোরহান উদ্দিন প্রমুখ।
ট্রাস্টের কো-অর্ডিনেটর ও রিসোর্স মবিলাইজেশন কাজী জিয়া হাসান জানান, শিক্ষাকে উৎসাহিত করার জন্য ট্রাস্টের এই কার্যক্রম অব্যাহত থাকবে।