ডেস্ক রিপোর্ট: আসন্ন কেন্দ্রীয় চুক্তিতে মোহাম্মদ রিজওয়ান, বাবর আজম ও শাহিন শাহ আফ্রিদিদের বেতন বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ডে (পিসিবি)।
কেন্দ্রীয় নতুন চুক্তির তালিকায় সিনিয়রদের পাশাপাশি এবার তরুণ উঠতি খেলোয়াড়দের অন্তর্ভুক্ত করারও একটি প্রস্তাব বিবেচনাধীন রয়েছে।
ক্রিকেট পাকিস্তান ডটকম সূত্রে আরও জানা যায়, বাবর আজমদের নতুন কেন্দ্রীয় চুক্তির প্রাথমিক আলোচনা শুরু হয়েছে। বর্তমান চুক্তির মেয়াদ ৩০ জুন শেষ হবে।
সূত্রের বরাত দিয়ে ক্রিকেট পাকিস্তান ডটকম জানায়, খেলোয়াড়দের মাসিক পারিশ্রমিক এবং ম্যাচ ফি ১০ থেকে ১৫ শতাংশ বাড়ানোর সম্ভাবনা রয়েছে।
সাবেক অধিনায়ক সরফরাজ আহমেদ ও লেগ স্পিনার ইয়াসির শাহ পিসিবির বর্তমান কেন্দ্রীয় চুক্তিতে থাকলেও তারা কোনো একাদশে ছিলেন না। যে কারণে নতুন চুক্তিতে তাদের বাদ পড়ার সম্ভবনা রয়েছে।