
ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ে মাধ্যমিক বিদ্যালয়ে পড়ুয়া কিশোরীদের অংশ গ্রহনে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।
ইসলামিক রিলিফ বাংলাদেশ ঠাকুরগাঁও শাখার উদ্যোগে গতকাল মঙ্গলবার বিকালে সদর উপজেলা গড়েয়া এসসি উচ্চ বিদ্যালয় মাঠে এ টুর্নামেন্টের খেলা অনুষ্ঠিত হয়।
এতে ০-১ গোলে গড়েয়া বালিকা উচ্চ বিদ্যালয় কিশোরী ক্লাবকে পরাজিত করে এসসি উচ্চ বিদ্যালয় কিশোরী ক্লাব চ্যাম্পিয়ন হয়।
এ দিকে দীর্ঘ দিন পর এমন ফুটবল খেলা দেখতে এসে দারুন উচ্ছ্বসিত বিভিন্ন বয়সী নারী-পুরুষ দর্শকরা।
এ সময় উপস্থিত ছিলেন-গড়েয়া এসসি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অহিদুল ইসলাম,গড়েয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসরিন বানু,ইসলামিক রিলিফ ঠাকুরগাঁও শাখার প্রকল্প কর্মকর্তা প্রণব কুমার প্রমুখ।