
মনির হোসেন নবীনগর:
ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলার জিনদপুর ইউনিয়ন জিনদপুর প্রিমিয়ার ফুটবল টুর্নামেন্ট-২০২৩ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে জিনদপুর ইউনিয়ন স্কুল এন্ড কলেজ মাঠে,এই ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। ফাইনাল খেলায় অংশগ্রহণ করে সোনার বাংলা স্পোর্টিং ক্লাব বনাম এফ.এম স্পোর্টিং ক্লাব । খেলায় এফ. এম স্পোর্টিং ক্লাবকে ১-০ গোলে হারিয়ে সোনার বাংলা স্পোর্টিং ক্লাব চ্যাম্পিয়ন হয়।
খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিনদপুর ইউনিয়ন শ্রমিকলীগের সভাপতি মোঃ খোরশেদ আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিনদপুর বাজার পরিচালনা কমিটির সাধারন সম্পাদক নজরুল ইসলাম, জিনদপুর ইউনিয়ন কৃষকলীগের সভাপতি রফিকুল ইসলাম মাঈনু সরকার, জিনদপুর ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি, যুবসমাজের অহংকার, বিশিষ্ট ব্যবসায়ী ও সাংবাদিক মোহাম্মদ আবদুল হাদী, জিনদপুর বাজার কমিটির যুগ্ম সাধারন সম্পাদক আল মামুন, সাংবাদিক মনির হোসেন,জহিরুল ইসলাম, আবু হাসান আপন প্রমুখ।
প্রধান পৃষ্টপোষকতায় ছিলেন দুবাই প্রবাসী মোঃ জালাল আহমেদ, সহ পৃষ্টপোষকতায় ছিলেন সৌদি আরব প্রবাসী সুমন মিয়া, ওমান প্রবাসী মোঃ সুমন। রানার্স আপ দলের টিম ম্যানেজার বিশিষ্ট ব্যবসায়ী খলিলুর রহমান সরকার।
খেলা পরিচালনায় ছিলেন নুরুল ইসলাম ও আনিসুর রহমান পনির ।
খেলায় রেফারীর দায়িত্ব পালন করেন অবসরপ্রাপ্ত সৈনিক জয়দুল ইসলাম। রেফারীকে সহযোগিতা করেন শফিকুল ইসলাম ও শাহালম । ধারাভাষ্যকার ছিলেন মোঃ শামীম। খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলকে পুরস্কার তুলে দেন অতিথি বৃন্দরা।