
ছবি: এএফপি
ডেস্ক রিপোর্ট: সমর্থকদের কাছে দেওয়া কথা রেখেছেন রোনালদো। পেনাল্টি থেকে গোল করে পর্তুগালের ৩–২ ব্যবধানের জয়ে বড় ভূমিকা রেখেছেন সময়ের অন্যতম সেরা ফুটবলার। একই সঙ্গে এই গোলে অসাধারণ একটি রেকর্ডও গড়েছেন। প্রথম খেলোয়াড় হিসেবে পাঁচ বিশ্বকাপে গোল করলেন রোনালদো।
এর আগে একবার গোল করেও রেফারির অফসাইডের বাঁশির কারণে দলকে এগিয়ে নেওয়ার সুযোগ হারান ক্রিশ্চিয়ানো রোনালদো।
খেলার ৬৫ মিনিটে পেনাল্টি থেকে গোল করেন পর্তুগিজ সুপারস্টার রোনালদো। বক্সের মধ্যে ঘানার ভুলের কারণেই পেনাল্টি পায় পর্তুগাল। আর পেনাল্টি থেকে গোল করতে ভুল করেননি ক্রিশ্চিয়ানো রোনালদো।
রোনালদো গোল করার মাত্র ৮ মিনিট ব্যবধানে গোল করে খেলায় ফেরান ঘানার আন্দ্রে আইয়ু।
এরপর ৭৮ ও ৮০ মিনিটে পরপর দুই গোল করে দলকে এগিয়ে নেন পর্তুগালের জো ফিলিক্স ও রাফেল লিও।
৮৯ মিনিটে ওসমান বুকারির গোলের ব্যবধান (৩-২) কমায় ঘানা।
কাতারের দোহার স্টেডিয়াম ৯৭৪-এ ‘এইচ’ গ্রুপের ম্যাচটি অনুষ্ঠিত হচ্ছে।