মোঃ জোবায়ের পারভেজ শোভন, ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের ভাঙ্গায় যুব সমাজকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলায় মনোনিবেশ করতে কাপুড়িয়া সদরদী যুব সংঘের আয়োজনে বঙ্গবন্ধু স্মৃতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেলে উপজেলার ভাঙ্গা সরকারী কে, এম কলেজ মাঠে ভাঙ্গা হাইলাইট ফাউন্ডেশন ও হাইলাইট চক্ষু হাসপাতালের পৃষ্টপোষকতায় অনুষ্ঠিত ফাইনাল খেলায় সোনাখোলা একাদশ বালিয়াচরা একাদশকে ৩-১ গোলে পরাজিত করে। খেলায় হাজারো দর্শক উভয় দলে বেশ কয়েক জন বিদেশী ফুটবলারের ক্রীড়া নৈপুণ্য উপভোগ করেন। এ সময় উৎফুল্লিত দর্শকরা করতালি দিয়ে তাদেরকে স্বাগত জানান।
এ উপলক্ষে পুরষ্কার প্রদান অনুষ্ঠানে পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক শহিদুল হক মিরু মুন্সীর সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার আজিম উদ্দিন, ইউ.পি চেয়ারম্যান ম,ম, ছিদ্দিক মিয়া, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক আকরামুজ্জামান রাজা, হাইলাইট ফাউন্ডেশন ও হাইলাইট চক্ষু হাসপাতালের চেয়ারম্যান শহিদুল ইসলাম।
এ সময় আরও উপস্থিত ছিলেন ভাঙ্গা সরকারী কে,এম কলেজের অধ্যক্ষ ইব্রাহিম খলিল, জেলা আওয়ামীলীগের আইন বিষয়ক সম্পাদক এডভোকেট কামাল উদ্দিন, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শরীফুজ্জামান শরীফ সহ স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবৃন্দ প্রমুখ। এর আগে ফুটবল টুর্নামেন্টকে ঘিরে দর্শকদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দিপনা দেখা দেয়। সকাল থেকেই দূরদুরান্ত থেকে দর্শকরা খেলা উপভোগ করতে মাঠে আসতে থাকে। খেলা শুরু হওয়ার আগেই মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে আশপাশে বাসাবাড়ির ছাদ ও গাছে উঠেও অনেককে এ খেলা উপভোগ করতে দেখা যায়।
খেলায় হাইলাইট ফাউন্ডেশনের পৃষ্ঠপোষকতায় চ্যাম্পিয়ন দলকে একটি রেফ্রিজারেটর ও রানার্সআপ দলকে টেলিভিশন পুরষ্কার প্রদান করা হয়।
প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার আজিম উদ্দিন বলেন, খেলাধুলার মাধ্যমেই যুবসমাজ মাদকের ভয়াল থাবা থেকে দূরে থাকতে পারে। হাইলাইট ফাউন্ডেশনের চেয়ারম্যান শহিদুল ইসলাম বলেন, খেলাধুলায় পৃষ্টপোষকতা সহ যেকোন কাজের সাথে তিনি এগিয়ে আসবেন।