মো. জোবায়ের পারভেজ শোভন, ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ঐতিহ্যবাহী ব্রাহ্মনকান্দা এ.এস একাডেমীর আয়োজনে এক আন্তঃহাউজ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে বিদ্যালয়ের খেলার মাঠে চুড়ান্ত খেলায় মেঘনা হাউস ও কর্নফুলি দু,টি দল অংশগ্রহন করে। বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মিলন আহম্মেদের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান করেন উপজেলা চেয়ারম্যান এস.এম হাবিবুর রহমান।
এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার(ভূমি) মাহামুদুল হাসান, ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ জিয়ারুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জালাল উদ্দিন, ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম বাচ্চু, একাডেমিক সুপারভাইজার প্রহলাদ বিশ্বাস প্রমুখ।