মুহাররম বা মহরম (Muharram 2022) হল ঈদের পর ইসলামের দ্বিতীয় পবিত্রতম মাস। ২০২২ সালের মহরম ৮ ই অগাস্ট পালিত হবে বলে আশা করা হচ্ছে। রমজানের মতো মহরম উদযাপন নির্ভর করে চাঁদ দেখার উপর। “আল্লাহর পবিত্র মাস” হিসাবে পরিচিত, মুহাররম ইসলামিক চন্দ্র ক্যালেন্ডারের প্রথম মাস এবং সেটির সূচনা হয়েছে আজ থেকেই (3oth July). বাংলা নববর্ষ ‘পহেলা বৈশাখ’ নামে ও ইংরেজি নববর্ষ ‘থার্টিফাস্ট নাইট’ নামে উদযাপন করা হয়। কিন্তু আরবী নববর্ষ কোনো নামে উদযাপন করা হয়না কেন?
কারণ-
আরবী নববর্ষ আল্লাহ প্রদত্ত। রাসূল সাল্লাল্লহু আলাইহি ওয়সাল্লামের হিজরতের মাধ্যমে শুরু হয়েছে। এর সাথে ইসলাম জড়ানো। ইসলামের প্রতিটি কাজে বিধি নিষেধ আছে। নিয়মতান্ত্রিকতা আছে। আছে হালাল হারামের বিধান। ইসলামী কোনো কাজে অন্যায়ের সুযোগ নেই। মনচাহে পদ্ধতি অবলম্বনের সিস্টেম নেই। তাই আরবী নববর্ষ উদযাপন করা হয়না।
লেখক: মাওলানা মোঃ সিরাজুল ইসলাম।