
মোঃ রফিকুল ইসলাম মৃধা : ঘিওর (মানিকগঞ্জ): মানিকগঞ্জের ঘিওরে পূজা উদযাপন পরিষদের উপজেলা কমিটি বিলুপ্ত করায় অসন্তোষ প্রকাশ করছেন সনাতন ধর্মাবলম্বীগণ। তাঁরা দাবী করছেন, প্রায় ৬ মাস পূর্বেই বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের মানিকগঞ্জ জেলা কমিটির মেয়াদ উত্তীর্ণ হয়ে পরেছে। তেমনিভাবে জেলার ৭ টি উপজেলার সমস্ত উপজেলা কমিটিগুলো ৬ থেকে ৮ মাস ধরে মেয়াদোত্তীর্ণ অবস্থায় রয়েছে। এমতাবস্থায় অন্যান্য ৬টি উপজেলা ব্যাতিরেকে শুধুমাত্র ঘিওর কমিটিকে বিলুপ্ত করায় জেলা কমিটির প্রতি অসন্তোষ প্রকাশ করছেন তারা।
গতকাল সদ্য বিলুপ্ত হওয়া ঘিওর উপজেলা পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি লিটন কুমার আইচ জানান, ২০১৯ সালের ৮ সেপ্টেম্বর লিটন কুমার আইচ সভাপতি ও বিজন কুমার সরকারকে সাধারণ সম্পাদক করে ২ বছর মেয়াদী বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের ঘিওর উপজেলা কমিটি গঠন করা হয়। পাশাপাশি সময়ের ব্যবধানে জেলার অন্যান্য ৬টি উপজেলায়ও পূজা উদযাপন পরিষদের কমিটি গঠিত হয়। হিসেব মতে মানিকগঞ্জ জেলা কমিটিসহ সমস্ত উপজেলা কমিটিগুলো কয়েক মাস পূর্বেই মেয়াদোত্তীর্ণ হয়ে পরেছে। কিন্তু অন্যান্য কমিটি বিলুপ্ত করা না হলেও, মেয়াদোত্তীর্ণ জেলা কমিটি কর্তৃক শুধুমাত্র ঘিওর কমিটি বিলুপ্ত করায় চাপা ক্ষোভ প্রকাশ করছেন তারা।
ঘিওর উপজেলা কমিটির সাবেক সভাপতি লিটন কুমার আইচ আরও জানান, গত ২ জুলাই ২০২২ খ্রীঃ মানিকগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বাসুদেব সাহা ও সাধারণ সম্পাদক অনির্বান কুমার পাল কর্তৃক স্বাক্ষরিত এক নোটিসে ঘিওর উপজেলা কমিটি বিলুপ্ত এবং নতুন আহ্বায়ক কমিটি সম্মন্ধে অবহিত করা হয়। বিষয়টি তাদের কাছে প্রশ্নবিদ্ধ এবং বাংলাদেশ পুজা উদযাপন পরিষদের গঠনতন্ত্র পরিপন্থী বলে মনে করছেন তারা।
এ ব্যাপারে মুঠোফোনে জানতে চাইলে মানিকগঞ্জ জেলা পুজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক অনির্বান কুমার পাল বলেন, জেলা কমিটির মেয়াদ শেষ হলেও, কার্যক্রম চলমান রাখার জন্য কেন্দ্র থেকে মেয়াদ বাড়িয়ে দেয়া হয়েছে। এছাড়া কেন্দ্রীয় পরামর্শ মোতাবেক জেলা কমিটি বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করছে। অন্যান্য কমিটি বহাল রেখে শুধুমাত্র ঘিওর কমিটি বিলুপ্ত করার কারণ জানতে চাইলে তিনি বলেন, ঘিওর কমিটি জেলা কমিটিকে কোনপ্রকার সহযোগিতা না করায়, ঘিওর কমিটিকে বিলুপ্ত করে আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।