
পবিত্র ঈদ-উল আযহা উপলক্ষে আশুলিয়াবাসীকে শুভেচ্ছা জানান আজিজুল হক মীর,সদস্য কেন্দ্রীয় ধর্ম বিষয়ক উপ-কমিটি বাংলাদেশ আওয়ামী লীগ ।
পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে আশুলিয়াবাসী সহ সকলকে ঈদের শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন আজিজুল হক মীর,সদস্য কেন্দ্রীয় ধর্ম বিষয়ক উপ-কমিটি বাংলাদেশ আওয়ামী লীগ।
এক ঈদ শুভেচ্ছা বার্তায় তিনি বলেন ,ঈদ-উল আযহা মানুষের লোভ-লালসা, হিংসা-বিদ্বেষ সহ মনের পশুত্বে কে পরাজিত করার শিক্ষা নিয়ে আবারও এসেছে আমাদের মাঝে। কুরবানি আত্মদান ও আত্মত্যাগের মানসিকতায় আমাদের হৃদয়কে প্রসারিত করে। কুরবানির মর্ম অনুধাবন করে সমাজে শান্তি ও কল্যাণের পথ রচনা করতে সংযম ও ত্যাগের মানষিকতায় উজ্জীবিত করে তোলে।
প্রিয় সাভার,তথা আশুলিয়া বাসি আস-সালামু আলাকুম আসছে মুসলিম উম্মাহর দ্বিতীয় বৃহত্বম ধর্মীয় উৎসব ঈগ-উল আযহা।ঈদ মোবারক ঈদ আপনাদের জন্য বয়ে আনুক অফুরন্ত শুখ, অনাবিল আনন্দ, পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা ঈদ মুবারক। মুসলিম জাতির জন্য কোরবানি এক মানবতার মহান শিক্ষানিয়ে প্রতিবছর ফিরেফিরে আসে,পবিত্র ঈদুল আযহার মর্মার্থ হচ্ছে কোরবানি, কোরবান মানে ত্যাগ। কোরবানির শিক্ষাকে উপলব্ধি করতে, পশু কোরবানির মধ্য দিয়ে নিজের মনের পশুত্বকে কোরবানি দিয়ে ত্যাগের মহিমায় ভাস্বর হতে হবে।ভোগ নয় ত্যাগের শিক্ষা আমাদের ব্যক্তি ও সমাজ জীবনে প্রতিফলিত হলেই প্রতিষ্ঠিত হবে শান্তি ও সৌহার্দ্য। তিনি আরো বলেন, সবাই সাধ্যমতো পশু কুরবানির মাধ্যমে মনের পশুকে কোরবানি করবো, আশপাশের সকল প্রতিবেশীকে নিয়ে উপভোগ করবো কোরবানির ঈদ
পরিশেষে আপনাদের সকলের সু-সাস্থ্য কামনা করে আমার সুস্থ্যতার জন্য সকলের কাছে দোয়া চেয়ে। পবিত্র ঈদুল আযহা উপলক্ষে আমি সাভার সহ আশুলিয়া বাসীকে শুভেচ্ছা ও ঈদ মোবারক জানাচ্ছি। পাশাপাশি এবছরেও করোনা প্যান্ডামিক পর্যায়ে যেতে পারে যদি আমরা সুস্থ্যবিধিনিষেধ না মানি মস্ক পরিধানের নিয়োম যথাযথ ভাবে পালন না করি। তাই আসুন মাস্ক পরি, সামাজিক দূরত্ব বজায় রাখি, সুস্থ থাকি,শুন্দর জীবন যাপন করি। আবারও সকলক্র পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা ঈদ মোবারক