
ডেস্ক রিপোর্ট: বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন সাংবাদিক জোহানা ভূঁইয়ার নাম এসেছে ‘ন্যাশনাল সেন্টার ফর বিজনেস জার্নাল’ এর করা এই সময়ের ৩১ জন নারী সাংবাদিকের তালিকায়, যারা অর্থ-বাণিজ্য বিষয়ে কাজ করেন। অভিবাসীদের ওপর নজরদারি নিয়ে এক প্রতিবেদনের জন্য আলোচনার জন্ম দেন তিনি।
৩২ বছর বয়সী জোহানা ভূঁইয়া ব্রিটিশ দৈনিক গার্ডিয়ানের ইউএস এডিটর এবং প্রযুক্তি বিষয়ক জ্যেষ্ঠ প্রতিবেদক। এর আগে তিনি যুক্তরাষ্ট্রভিত্তিক সাময়িকী পলিটিকোতেও কাজ করেছেন।
যুক্তরষ্ট্রে অভিবাসীদের ওপর গোপন নজরদারির প্রকল্প নিয়ে জোহানা ভূঁইয়ার সাম্প্রতিক একটি অনুসন্ধানী প্রতিবেদন ব্যাপক আলোচনার জন্ম দেয়। ওই প্রতিবেদন প্রকাশিত হওয়ার পর ওই প্রকল্প পর্যালোচনার দাবি তোলেন অনেক কংগ্রেসের সদস্য।
এ ছাড়া ইউক্রেইন যুদ্ধ, অভিবাসীদের যন্ত্রণা এবং তথ্য-প্রযুক্তির অপব্যবহার নিয়ে করা বিভিন্ন প্রতিবেদনের জন্যও জোহানা খ্যাতি পেয়েছেন।
ক্যালিফোর্নিয়ার সানফ্রান্সিসকোতে বসবাসরত জোহানার জন্ম কুইন্সে, তার বাবার নাম আব্দুল আজিজ ভূইয়া, থাকেন নিউ ইয়র্কে।
নিউ ইয়র্কে হাই স্কুল পাসের পর পেনসিলভানিয়ার লিহ্যাই বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতায় পড়েছেন জোহানা। প্রযুক্তিনির্ভর বিশ্বে প্রযুক্তি ব্যবহারকারীদের মানবাধিকার লংঘিত হচ্ছে কি না, সে বিষয়েও বিশ্লেষণী প্রতিবেদন করেছেন তিনি।
এর আগেও কাজের স্বীকৃতি মিলেছে জোহানার, পেয়েছেন বেস্ট ইন বিজনেস এওয়ার্ড ফর টেক কভারেজ-২০২০, উইলিয়াম প্রাইজ। জোহানা বাংলা ও ইংরেজি ছাড়াও আরবি এবং ইতালীয় ভাষায় কথা বলতে পারেন।