মনির হোসেন, নবীনগর প্রতিনিধি: হাসানুল হক ইনু (এমপি) বলেছেন, ভূতের সরকার আর রাজাকার দুই কুমির ক্ষমতায় আসতে দেওয়া হবে না।
১৪ দলীয় জোটের উদ্যোগে শনিবার (২৮ মে) বিকালে নবীনগর সরকারি হাই স্কুল প্রাঙ্গণে দেশবরেণ্য আইনজীবী মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, ঢাকা ট্যাক্সেস বারের সাবেক সভাপতি, ব্রাহ্মণবাড়িয়া -৫ নবীনগর নির্বাচনী এলাকার সাবেক সাংসদ এড.শাহ জিকরুল আহমেদ খোকন এর স্মরণ সভায় প্রধান অতিথি বক্তব্যকালে সাবেক তথ্যমন্ত্রী সংসদ সদস্য হাসানুল হক ইনু (এমপি) একথা বলেন ।
তিনি আরও বলেন, বাংলাদেশ ৭৫ মতো কালো অধ্যায় আর দেখতে চায় না। জঙ্গীমুক্ত দেশ গঠনে ১৪ দলীয় জোট ঐক্যবন্ধ। দেশ উন্নতি হলে আমরা এখনো বিপদমুক্ত নয়।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক এমপি ফয়জুর রহমান বাদলের সভাপতিত্বে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় জাসদের যুগ্ম সাধারণ সম্পাদক নাঈমুল আহসান জুয়েল, ওবায়দুর রহমান চুন্নু, দপ্তর সম্পাদক সাজ্জাত হোসেন, মেয়র এড. শিব শংকর দাস, জেলা জাসদের সভাপতি এড. আক্তার হোসেন সাঈদ, আওয়ামী লীগ নেতা এড.সুজিত দেব, বোরহান উদ্দিন আহমেদ, মোস্তফা জামাল, সফিকুল ইসলাম, মোশারফ হোসেন সরকার ও আব্দুর রহমান প্রমূখ।
বক্তারা সাবেক এমপি এড. শাহ জিকরুল আহমেদ খোকনের স্মৃতিচারণ করে আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল করা হয়।