
সোনার গাঁ প্রতিনিধি, মজিদ খান:
সোনারগাঁ আওয়ামী লীগকে ধ্বংস করে দিচ্ছে জাতীয় পার্টির কাচঁপুরে সমাবেশে এক বক্তব্যে আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেন এসকল কথা বলেন।

তিসি আরো বলেন বি এন পি জামাত আবারও অরাজকতা, অগ্নি সংযোগ করার চেষ্টা করবে। তাই সকলকে সতর্ক থাকতে হবে। বিদেশের মাটিতে বসে তারেক রহমান, এ দেশকে অস্থিতিশীল করতে চায়, তাই আমাদের চোপ করে বসে থাকলে হবে না, তাই কাচঁপুরে বা অন্য কোথাও যদি কোন সন্ত্রাসীরা বসে থাকে , তাহলে আওয়ামী লীগও বসে থাকবে না। তাই আগামীতে দেশের উন্নয়ন অগ্রযাত্রাকে অব্যাহত রাখতে নৌকাকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন।
নারায়ণগঞ্জে একটি আসন জাতীয় পার্টির এমপি আওয়ামী লীগকে ধ্বংস করে দিচ্ছে, কাজেই ওই আসনের মানুষকে রক্ষার জন্য মানুষ নৌকা মার্কা চায়। এ আসন জাতীয় পার্টির আসন না। অনেক বড় বড় কথা বলেন, জাতীয় পার্টির ভাইয়েরা ভিন্ন ভাবে নির্বাচন করে দেখেন কয়টা সিট পান, পায়ের তলায় মাটি আছে কি না দেখেন।
১৩ অক্টোবর বিকেলে নারায়ণগঞ্জের কাচঁপুর আওয়ামী লীগের উদ্যোগে শান্তি ও উন্নয়ন সমাবেশে তিনি এসব কথা বলেন।
এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, উপস্থিত ছিলেন, পাট ও বস্তু মন্ত্রী গোলাম দস্তগীর গাজী।
ঢাকা বিভাগীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি।
সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন।
নারায়ণগঞ্জ (৪) আসনের এমপি শামিম ওসমান,
(২) আসনের এমপি নজরুল ইসলাম বাবু,
যুবলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মইনুল হাসান নিখিল, নারায়ণগঞ্জ (৩) আসনের সাবেক সংসদ সদস্য আব্দুল্লাহ আল কায়সার হাসনাত, প্রমুখ।