সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জ জেলা বিএনপির সদস্য সচিব অধ্যাপক মামুন মাহমুদকে (৫৪) রাজধানীর পল্টনে ছুরিকাঘাতের ঘটনায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির আহবায়ক কমিটি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
মঙ্গলবার বিকাল ৩’টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শিমরাইল মোড়, ডাস-বাংলা ব্যাংক এলাকায় এ মানববন্ধন ও বিক্ষোভ করে সিদ্ধিরগঞ্জ থানা বিএনপি’র ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা।
গত সোমবার রাত ৮’টার দিকে পল্টনে কস্তুরী হোটেলের সামনে নারায়ণগঞ্জ জেলা বিএনপির সদস্য সচিব অধ্যাপক মামুন মাহমুদকে ছুরিকাঘাত করা হয়।
তার ব্যক্তিগত সহকারী দিদার মহসিন জানান, পল্টন এলাকায় নারায়ণগঞ্জ বিএনপির আহবায়ক কমিটির বিশেষ সভা ছিলো।
মামুন মাহমুদঐ সভা শেষ করে অফিস থেকে বেরিয়ে ফুটপাত দিয়ে হেঁটে যাওয়ার সময় কয়েকজন তার গতিরোধ করেন। এক পর্যায়ে তাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করেন। এতে অধ্যাপক মামুন মাহমুদ গুরুতর আহত হন।
সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির আহবায়ক কমটির সদস্য সচিব শাহ আলম হীরার সভাপতিত্বে উক্ত মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির আহবায়ক কমটির যুগ্ম-আহবায়ক বাবুল প্রধান, যুগ্ম-আহবায়ক টি এইচ তোফা, মোল্লা মোহাম্মদ শাখাওয়াত হোসেন, যুগ্ম আহবায়ক গাজী মনির, জাহাঙ্গির হোসেন, সামছুদ্দিন শেখ, নাসিক ২নং
ওয়ার্ড বিএনপি’র সাধারণ সম্পাদক মুক্তার হোসেন মুক্তুল, নাসিক ৩নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি আফজাল হোসেন, ওসমান গণি, নূরুদ্দিন নূরু, আক্তারুজ্জামান, শাহিন, ও রুবেল প্রমুখ।