
এইচ অনিক বিশেষ প্রতিনিধি:
১৫ আগষ্ট জাতীয় শোকদিবস উপলক্ষে আলফাডাঙ্গা উপজেলা চত্তরে শ্রদ্ধা নিবেদন করেন, সমাজসেবা মূলক সংগঠন কাঞ্চন মুন্সী ফাউন্ডেশনের চেয়ারম্যান সাবেক সহ সভাপতি কৃষক লীগ কেন্দ্রীয় কমিটি, ঢাকা টাইমস এর সম্পাদক আরিফুর রহমান দোলন। সারাদেশের ন্যায় শ্রদ্ধা নিবন্ধন করেন আলফাডাঙ্গা উপজেলা আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠন।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা এস এম আকরাম হোসেন, উপজেলা চেয়ারম্যান জাহিদ হাসান জাহিদ, উপজেলা নির্বাহী অফিসার মোঃ রফিকুল হক,আলফাডাঙ্গা থানার অফিসার ইনচার্জ মোঃ আবু তাহের, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শেখ আব্দুল আলিম সুজা, উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ দেলোয়ার হোসেন, দপ্তর সম্পাদক মোঃ সেলিম রেজা, ইউ পি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মিয়া আসাদুজ্জামান আসাদ, খান সাইফুল ইসলাম , মোঃ মিজানুর রহমান, সহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউপি সদস্য সহ সাধারণ সদস্য গন।
এদিকে ১৫ আগষ্ট জাতীয় শোক দিবস উপলক্ষে উপজেলা পৌরসভা ইউনিয়ন সহ প্রতিটি ওয়ার্ডে দোয়া অনুষ্ঠান ও তোবারক বিতরণ করা হয়। এরই ধারাবাহিকতায় বাংলাদেশ আওয়ামী লীগ ৪নং টগরবন্দ ইউনিয়ন শাখার উদ্যগে দোয়া অনুষ্ঠান ও তোবারক বিতরণ করা হয়।