
মোঃ রফিকুল ইসলাম মৃধা :
মানিকগঞ্জের ঘিওরে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল আলীম মিন্টু আকস্মিকভাবে ঘিওর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন। বৃহস্পতিবার (২৫ মে) তিনি তার দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে এ পরিদর্শন করেন। এসময় তার সাথে কৃষকলীগ সভাপতি আব্দুর রাজ্জাক ভিলু, গৌরাঙ্গ কুমার ঘোষ, মোঃ আমিরুল ইসলাম খান, আব্দুল্লাহ আল মারুফ প্রমূখ পরিদর্শনে অংশগ্রহণ করেন।
আওয়ামী লীগ সভাপতি জানান, বিভিন্ন সময়ে হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে নানারকম অনিয়মের অভিযোগের পরিপেক্ষিতে এবং সংসদ সদস্য এ এম নাঈমুর রহমান দুর্জয়ের নির্দেশক্রমে তিনি সরেজমিনে অভিযোগের সত্যতা যাচাই করেন।
পরিদর্শনকালে তিনি পুরুষ ও মহিলা ওয়ার্ডে চিকিৎসাধীন রোগী ও তাদের স্বজনদের সাথে কথা বলেন। রোগী ও তাদের স্বজনরা এসময় সন্তোষজনক চিকিৎসাসেবা চলছে বলে সভাপতিকে অবহিত করেন। এছাড়া সহবরাহকৃত খাবারের বিষয়েও খোজ খবর নেন তিনি।
পরিদর্শনকালে মানিকগঞ্জে মিটিং-এ থাকায় হাসপাতালের টিএইচও ডাঃ হাসিব আহসানের সাথে সাক্ষাৎ করা সম্ভব হয়নি। তবে কর্তব্যরত মেডিকেল অফিসার ডাঃ আরেফিন খান, অফিস সহকারি আবুল কালাম আজাদ, অফিস সহকারি মোঃ জালাল উদ্দিন সহ হাসপাতালের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
এদিকে তার এ আকস্মিক পরিদর্শনকে ঘিরে রোগী ও স্বজন সহ স্থানীয়দের মাঝে বেশ চাঞ্চল্যকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তার এ পরিদর্শনে হাসপাতালের সেবা প্রদান অনেকটা উন্নত হবে বলে আশা করছেন তারা। মাঝে- মধ্যেই স্ব-শরীরে এসে খোজ-খবর নেবেন বলে তাদেরকে আশ্বাস দেন তিনি।
হাসপাতাল থেকে বের হবার সময় তিনি হাসপাতালের সামনে জরুরীভাবে স্পীড ব্রেকার প্রয়োজন বলে মন্তব্য করেন তিনি। এছাড়া হাসপাতালের প্রাচীর ঘেঁসে ইট, বালু ও লাকড়ী সহ নোংড়া-আবর্জনা পরিস্কারের জন্য কর্তৃপক্ষের জরুরী হস্তক্ষেপ কামনা করেন।