
মোঃ রফিকুল ইসলাম মৃধা, মানিকগঞ্জ প্রতিনিধি :
মানিকগঞ্জের ঘিওরে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে অবস্থান কর্মসূচী পালন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। শনিবার (৮ এপ্রিল) বিকেলে উপজেলার বালিয়াখোড়া ইউনিয়ন পরিষদ চত্বরে এ কর্মসূচী পালন করা হয়। বেগম খালেদা জিয়ার মুক্তির দাবী এবং বিদ্যুৎ, গ্যাস সহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধি ও আওয়ামী লীগের দুর্ণীতির প্রতিবাদে তাদের এ কর্মসূচী বলে জানান বক্তারা।
উপজেলা বিএনপি’র সভাপতি মীর মানিকুজ্জামান মানিক কর্মসূচীতে সভাপতিত্ব করেন।
কর্মসূচী পরিচালনা ও সমম্বয়ক হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সাবেক সংসদ সদস্য মঈনুল ইসলাম খান শান্ত ও বিএনপি’র সাবেক মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনের ছেলে জেলা বিএনপি’র সহ- সভাপতি ড. আকবর হোসেন বাবলু।
উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক কাজী ওয়াজেদ আলী মিস্টারের সঞ্চালনায় জেলা কৃষক দলের আহ্বায়ক তোজাম্মেল হক তোজা, উপজেলা বিএনপি’র সহ- সভাপতি এ্যাডভোকেট মনোয়ার হোসেন, জেলা যুবদলের যুগ্ন আহ্বায়ক মাসুদ পারভেজ প্রমূখ বক্তব্য রাখেন।