
এ এইচ অনিক বিশেষ প্রতিনিধি :
ভয়াল ২৫ মার্চ গণহত্যা দিবস এবং ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে জেলা আওয়ামী লীগের কর্মসূচি পালন করল বাংলাদেশ আওয়ামী লীগ খুলনা জেলা শাখা ।
ভয়াল ২৫ মার্চ গণহত্যা দিবস এবং ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহন করেছে। যেমন ২৪ মার্চ দিবাগত রাত ১২.০১ মিনিটে নগরীর গল্লামারির বধ্যভূমিতে শ্রদ্ধা নিবেদন এবং ২৫ মার্চ সকাল ১০টায় দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও ২৬ মার্চ সূর্যোদয়ের পরপরই গল্লামারি স্মৃতি সৌধে শ্রদ্ধা নিবেদন।
সকাল সাড়ে ৭টায় দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান।
ঐদিন সকাল ৯ টায় স্বাধীনতা দিবসের র্যালীর ও র্যালীর, পরবর্তি দলীয় কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
এ-উপলক্ষ্যে দলীয় কার্যালয়ে আলোক সজ্জা করা হবে।
আলোচনা সভায় সভাপতিত্ব করবেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব বীর মুক্তিযোদ্ধা জনাব শেখ হারুনুর রশীদ।
উক্ত কর্মসূচি সফল করতে আওয়ামী লীগ, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতাকর্মী সমর্থক এবং মুক্তিযুদ্ধের চেতানায় বিশ্বাসী সকলকে উপস্থিত থাকার আহবান জানিয়েছেন জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক এ্যাড.সুজিত অধিকারি।